1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

আবার আসছে টুম রেইডার, তবে জোলি আর নয়

২০০০ সালের শুরুর দিকে জন্ম যে ছবিটির, তারপর বিপুল জনপ্রিয়তা- সেই ছবিটিরই নাম টুম রেইডার৷ এই ছবিটি আবারো দেখা যাবে রূপালি পর্দায়৷ তবে কথা উঠেছে কে হচ্ছেন এই ছবির নায়িকা?

default

অ্যাঞ্জেলিনা জোলি

অ্যাঞ্জেলিনা জোলি ছাড়া টুম রেইডার! কল্পনাই করতে পারেন না অনেকে৷ সেই ২০০১ সালের কথা৷ প্রথম ‘লারা ক্রফট: টুম রেইডার' ছবিতে লারা ক্রফট চরিত্রে অভিনয়ের মাধ্যমে জোলি হয়ে ওঠেন হলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া তারকাদের মধ্যে একজন৷ ছবিটি সারা বিশ্বে ২৭৪ মিলিয়ন ডলার আয় করে৷ এ ছবি থেকেই পরবর্তী সময় চালু হয় জনপ্রিয় ভিডিও গেম ‘টুম রেইডার-এর৷ পরে ২০০৩ সালে জোলি লারা ক্রফট: টুম রেইডার ছবির সিক্যুয়াল ‘লারা ক্রফট: টুম রেইডার-দ্য ক্রেডল অব লাইফ' ছবিতে অভিনয় করেন, যা সারা বিশ্বে ১৫৬ মিলিয়ন ডলার আয় করে!

যাহোক, জোলি বন্দনা ছেড়ে এবার আসল কথা বলি৷ গতকাল মঙ্গলবারই এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান হলিউডের জিকে ফিল্মসের প্রধান গ্রাহাম কিং ঘোষণা করেছেন, আবার আসছে টুম রেইডার৷ তবে এখনো ঠিক হয়নি কে হবেন এই ছবির পরিচালক৷

আর নায়িকা, মানে লারা ক্রাফট কে হচ্ছেন? কোন কোন বার্তা মাধ্যম বলছে এবারে এই ছবিতে থাকছেন না অ্যাঞ্জেলিনা জোলি৷ কারণ দেখতে দেখতে জোলির বয়স হয়ে গেছে ৩৫ বছর৷ আর এ বয়সটি নাকি ঐ চরিত্রের জন্য মোটেই মানানসই নয়৷ তাই খোঁজা হচ্ছে কোন তন্বীকে৷ যে বয়সে কম, কিন্তু অভিনয়ে অভিজ্ঞ আর যার রয়েছে যৌন আবেদনময়ী একটি চেহারাও৷ দেখা যাক কোন সে জন!

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

সংশ্লিষ্ট বিষয়