1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

আফগানিস্তানে মেয়ে হয়ে জন্মানো কী পাপ?

না হলে কেন এই আধুনিক যুগে এসেও তাদের যন্ত্রণা, গঞ্জনা সহ্য করতে হচ্ছে৷ এমনকি পরিবারের ছেলে সদস্যদের কাছ থেকেও রেহাই পাচ্ছেনা আফগান মেয়েরা৷

default

আফগান নারীদের মুক্তি মিলবে কবে?

একসময় তালেবান শাসন করতো আফগানিস্তান৷ সেসময় মেয়েদের সঙ্গে করা হত অমানবিক সব আচরন৷ স্কুলে যেতে দেয়া হতনা তাদের৷ আর প্রয়োজনে বাইরে বের হতে হলে সঙ্গে অবশ্যই থাকতে হত পুরুষ কোন আত্মীয়কে৷ এবং অবশ্যই বোরখা পরতে হত৷ সেসময় যেসব মেয়েরা ধর্ষণের শিকার হত, কোথায় তারা বিচার পাবে তা না উল্টো তাদেরকেই প্রকাশ্যে ফাঁসিতে ঝুলতে হত৷ কারণ তারা ‘দুশ্চরিত্রা'!

তালেবান শাসন শেষ হয়েছে৷ কিন্তু এখনো আফগানিস্তানে মেয়েদের ভাগ্যের উন্নতি হয়নি৷ এখনো রাজনীতিতে সোচ্চার হওয়ার জন্য মেয়েদের দেয়া হয় মৃত্যুর হুমকি৷ এই ‘অপরাধে' অনেক নারীকে হত্যার খবরও পাওয়া গেছে৷ অনেককে আবার রাজনীতি থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে৷

এতো গেল সামাজিকভাবে নারী নিগ্রহের ঘটনা৷ কিন্তু পরিবারের সদস্য অর্থাৎ আপনজনদের কাছ থেকেও কী আফগান নারীদের মুক্তি আছে? উত্তর – না৷ যেমন গুল আন্দাম৷ ২৪ বছরের এই মেয়েটি ভালবেসে বিয়ে করেছিল এক যুবককে৷ কিন্তু এই বিয়ে মেনে নেয়নি তার আপন দুই ভাই৷ তাইতো ঐ দুই ভাই নিজের বোনকে পুলিশের হাতে তুলে দিয়েছিল৷ এরপর বিচারে গুলের দুই বছরের কারাদন্ড হয়৷

কিন্তু এক বছর পর যখন গুল জেল থেকে ছাড়া পায় তখন তার ভাইয়েরা তাকে তাদের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে দিতে চায়৷ কিন্তু গুল তাতে রাজি না হওয়ায় তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে তার ভাইয়েরা৷ এই ভয়ে গুল এখন আশ্রয় নিয়েছে নারীদের একটি আশ্রয়কেন্দ্রে৷ যেখানে আর ২৫ জন নারী রয়েছে৷ যাদের সকলেরই এ ধরণের কোন না কোন গল্প রয়েছে৷ যেমন শবনম৷ তার বয়স যখন মাত্র ১৩ তখন তার বাবা ঋণ পরিশোধের উপায় হিসেবে তাকে ৫০ ঊর্ধ্ব এক ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়ে দেয়৷ ঐ ব্যক্তি ছোট খাট যে কোন কারণই হোক না কেন, সবসময় শবনমকে মারত৷

আফগানিস্তানে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যেসব নারীরা বাস করছেন তাদের ধরা হয় সবচেয়ে ভাগ্যবতী হিসেবে! কেননা আর যাই হোক নিত্যদিনের যন্ত্রণা থেকেতো তারা মুক্ত!

কিন্তু কবে মুক্তি মেলবে আফগান নারীদের?

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সংশ্লিষ্ট বিষয়