1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দশ টন বিস্ফোরক

২১ এপ্রিল ২০১২

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী কাবুলের উপকণ্ঠে একটি ট্রাকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে ও সেই সঙ্গে পাঁচজন ব্যক্তিকে গ্রেপ্তার করছে, যাদের মধ্যে তিনজন দৃশ্যত পাকিস্তানি তালেবানের সদস্য৷

https://p.dw.com/p/14ixW
An Afghan porter, bottom, throws sacks containing tea onto a truck in Kabul, Afghanistan on Wednesday, Feb. 23, 2011. (ddp images/AP Photo/Musadeq Sadeq)
Sprengstoff in Afghanistanছবি: dapd

ট্রাকটির নম্বর প্লেট পাকিস্তানের৷ বোঝাই আলুর নীচে চারশোটি বস্তায় প্রায় দশ টন বিস্ফোরক৷ যে পাঁচজন ধরা পড়েছে, তাদের তিনজন পাকিস্তানি, বাকি দু'জন আফগান তালেবানের সদস্য, বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা পরিচালক শফিকুল্লা তাহিরি একটি সাংবাদিক সম্মেলনে৷ ধৃতরা নাকি স্বীকার করেছে যে, তাদের কাবুলের কোনো গুরুত্বপূর্ণ স্থানে আক্রমণ চালানোর পরিকল্পনা ছিল৷

তাহিরি জানান যে, ধৃত পাকিস্তানিরা পাকিস্তানের পেশোয়ার শহরের কাছে এই বিস্ফোরক সংগ্রহ করে৷ তাদের নির্দেশ দিয়েছে নুর আফজাল ও মোহাম্মদ ওমর নামের দুই স্থানীয় তালোবান নেতা, যাদের আবার পাকিস্তানের গুপ্তচর বিভাগ আইএসআই'এর সঙ্গে সংযোগ আছে৷

আফগান কর্মকর্তা তাহিরি আরো জানান যে, গত ১৫ই এপ্রিল, যেদিন কাবুলে ব্যাপক আক্রমণ চলে, সেদিন তিনজন আফগানকে গ্রেপ্তার করা হয়, যারা বলে যে তারা নাকি আফগান উপরাষ্ট্রপ্রধান মেহাম্মেদ করিম খলিলি'কে হত্যা করার পরিকল্পনা করছিল৷ পাকিস্তানের হাক্কানি সন্ত্রাসী চক্রের প্রতিষ্ঠাতা জালাললুদ্দিন হাক্কানির পুত্র বদরুদ্দিন হাক্কানি তাদের এই নির্দ্দেশ দেয়৷ ধৃত আফগানদের কাছে বোমার বেল্ট এবং পিস্তল ছিল৷

Sreenshot vom 30.09.2011 zeigt den Steckbrief von Siradschuddin Hakkani auf der Homepage der amerikanischen Bundespolizei FBI unter der Rubrik «Most Wanted Terrorists». Auf die Ergreifung des Sohnes des Gründers des mit den Taliban verbündeten radikalislamischen Hakkani-Netzwerkes ist eine Belohnung von fünf Millionen Dollar ausgesetzt. Das Netzwerk mit rund 15 000 Mann unter Waffen soll neben Terroranschlägen auf Hotels in Kabul in Attentatspläne gegen Afghanistans Präsident Hamid Karsai verwickelt sein. dpa (zu dpa Hintergrund «Die Terrorgruppe Hakkani-Netzwerk» am 30.09.2011) +++(c) dpa - Bildfunk+++
পাকিস্তানের হাক্কানি গ্রুপকে সন্দেহ করা হচ্ছেছবি: picture-alliance/dpa

ওদিকে গত বৃহস্পতিবার আফগানিস্তানে মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রকার অভিযোগ করেন যে, কাবুলে সর্বাধুনিক আক্রমণের পিছনে নিঃসন্দেহে হাক্কানি সন্ত্রাস চক্র রয়েছে৷ আমারা এ'ব্যাপারে পাকিস্তানের উপর বিশেষ চাপ দিচ্ছি,'' বলে ক্রকার মন্তব্য করেন৷ তবুও, এই নতুন বিস্ফোরক আবিষ্কারের ঘটনার ফলে আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্কে একটি নতুন সংকট দেখা দেবে কিনা, তা এখনও বলা যাচ্ছে না৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী (রয়টার্স, এপি, এএফপি)

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য