1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

আগরতলায় মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র উৎসব শুরু

বাংলাদেশের মুক্তিযুদ্ধের চলচ্চিত্র উৎসব ভারতের ত্রিপুরা রাজ্যে৷ রোববার শুরু হওয়া এ উৎসবের আয়োজক ত্রিপুরা ও বাংলাদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়৷ ১৯ দিনের আয়োজনটি উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে৷

চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে পলাশী থেকে ধানমণ্ডি, কারিগর, জয়যাত্রা, প্রামাণ্যচিত্র-১৯৭১, আমার বন্ধু রাশেদ, গেরিলাসহ ১১টি ছবি৷ এর মধ্যে কিছু তথ্যচিত্রও রয়েছে৷

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভানু লাল সাহা বলেন, বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে সম্পর্ক ভীষণ গভীর৷ ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে ত্রিপুরায় শরণার্থীদের আশ্রয় দেয়া হয়েছিল৷ বাংলাদেশের ১৬ লাখ মানুষ আশ্রয় নিয়েছিল ত্রিপুরায়, যা তখনকার জনগোষ্ঠীর চেয়ে বেশি ছিল৷ সেসময় ত্রিপুরার জনসংখ্যা ছিল ১৫ লাখ৷

Sheik Mujibur Rahman

উৎসবটি উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে

এ ধরনের উৎসবের মাধ্যমে জনগণ যেমন মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে, তেমনি প্রতিবেশী দেশের সাথে এটি সম্পর্ক উন্নয়নেও সহায়ক হবে জানান মন্ত্রী৷

বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার প্রায় ৮৫৬ কিলোমিটার সীমান্ত রয়েছে৷ রাজধানী আগরতলাসহ ত্রিপুরার চারটি শহরে দেখানো হচ্ছে ছবিগুলো৷ চলচ্চিত্রগুলোর সার্বিক দিক দর্শকদের সামনে উপস্থাপন করতে উৎসবে উপস্থিত থাকছেন প্রদর্শিত ছবিগুলোর পরিচালকরা৷

এপিবি/ডিজি (পিটিআই)

নির্বাচিত প্রতিবেদন

সংশ্লিষ্ট বিষয়