1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

খেলাধুলা

আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে জয় পেল কলকাতা নাইট রাইডার্স

ভারতের মুম্বাইয়ে এবছরের আইপিএল এর উদ্বোধনী ম্যাচে নাটকীয় জয় পেল কলকাতা নাইট রাইডার্স৷ গত আসরের চ্যাম্পিয়ন ডেকান চার্জার্সকে ১১ রানের ব্যবধানে হারায় কলকাতার যোদ্ধারা৷

default

জয়ী কলকাতা নাইট রাইডার্স (ফাইল ফটো)

শুক্রবার প্রথমে ব্যাট করতে নেমে নাইট রাইডার্স সংগ্রহ ১৬১ রান৷ জবাবে তিন উইকেট হাতে থাকলেও ১৫০ রানে গুটিয়ে যায় ডেকান-এর ইনিংস৷

গত ২০০৮ সালে আইপিএল এর যাত্রা শুরুটা ভারতে হলেও, গত বছর তা সরিয়ে নেওয়া হয় দক্ষিণ আফ্রিকায়৷ তবে এক বছর বাদে তা আবারও ফিরে এসেছে নিজ ভূমিতে৷ শুক্রবার মুম্বাইয়ে মুখোমুখি হওয়ার আগে দুই দলের জয়ের পাল্লাই সমান সমান৷ অর্থাৎ প্রথম আসরে ডেকান চার্জার্সের বিরুদ্ধে দুই ম্যাচে জয় পেলেও, গত আসরে দুটি ম্যাচেই হারে কোলকাতা নাইট রাইডার্স৷ অন্যবার বেশ শোরগোল তুললেও সেই তুলনায় এবার বেশ চুপচাপ শাহরুখ খানের কোলকাতা নাইট রাইডার্স৷ শিবসেনার সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া, তার পাশাপাশি গত দুই আসরে কোন সাফল্য না পাওয়ার কারণেই হয়তো এবার তেমন কোন উচ্চবাচ্য নেই বলিউড কিং'এর৷ অপরদিকে প্রথম আসরে মাত্র দুই ম্যাচে জয় পেলেও পরের আসরে নিজেদের বেশ গুছিয়ে নেয় ডেকান চার্জার্স৷ যার ফলশ্রুতিতে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় তারা৷ তবে মনে করা হচ্ছে ডেকানের বিদেশী খেলোয়াড়রা দক্ষিণ আফ্রিকার ফাস্ট পিচে সুবিধা আদায় করে নিয়েছিলেন৷ এবার ভারতের ধীর গতির পিচে তারা কি করেন সেটাই দেখার বিষয়৷

এদিকে, দুই দলের কেউই উদ্বোধনী ম্যাচে বিদেশী তারকাদের পান নি৷ কোলকাতা দলে ব্র্যান্ডন ম্যাককুলাম, ক্রিস গেইল, ডেভিড হাসি ও শেন বন্ড নাম লেখালেও এখনও তাঁরা যোগ দেননি৷

অন্যদিকে, ডেকান দলেরও একই অবস্থা৷ তবে দলে আছে এ্যাডাম গিলক্রিস্ট, এন্ড্রু সাইমন্ডস, চামিন্দা ভাস ও হার্সেল গিবস৷ তবে প্রথম তিনজন অনেক দিন ধরেই প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে৷ আর গিবসের ফর্ম ইদানিং ভালো যাচ্ছে না৷ তবে দলে ভিভিএস লক্ষণ ও রোহিত শর্মা থাকায় তাদের ওপর অনেকটা নির্ভর করছে আজকের ম্যাচে জয়৷ উল্লেখ্য, এবারের আইপিএল এ মোট ৬০টি ম্যাচ অনুষ্ঠিত হবে৷

প্রতিবেদক : আরাফাতুল ইসলাম/রিয়াজুল ইসলাম, সম্পাদনা : দেবারতি গুহ

সংশ্লিষ্ট বিষয়