1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

অলিম্পিক বিপ্লবের নায়ক সামারাঞ্চ

সময়টা তখন ছিল স্নায়ু যুদ্ধের৷ যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে আধিপত্যের লড়াই প্রভাব বিস্তার করেছিল বিশ্বের ক্রীড়া জগতেও৷ পশ্চিমা বিশ্বের কাছে অলিম্পিক একটি পরিচিত নাম হলেও কদর কিন্তু তেমন ছিল না৷

default

গত বছর কোপেনহেগেনে বক্তব্য রাখেন সামারাঞ্চ

এমনকি ছিল না নামকরা কোন পেশাদার খেলোয়াড়ের উপস্থিতি৷ বাজেট লোকসানের মধ্য দিয়ে এই ক্রীড়া আয়োজন বসতো প্রতি চার বছর পরপর৷ এই অবস্থাতেই ১৯৮০ সালে অলিম্পিকের হাল ধরেন তিনি৷ সেখানে নিয়ে আসেন স্টেফি গ্রাফ, ম্যাজিক জনসনের মত বড় বড় তারকাদের৷ পাঁচটি ভিন্ন রংয়ের রিংয়ের সমন্বয়ে গঠিত অলিম্পিক লোগোর মাহাত্ম বিশ্ববাসীর কাছে তিনি তুলে ধরেন নতুনভাবে৷ আস্তে আস্তে জনপ্রিয় হতে থাকে অলিম্পিক, এবং তার পরিণতিতে আজ অলিম্পিক হয়ে উঠেছে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ৷ অলিম্পিক ইতিহাসের সেই বিপ্লবের নায়কের নাম খুয়ান আন্তোনিও সামারাঞ্চ৷ পৃথিবীর সর্বকালের অন্যতম সেরা ক্রীড়া সংগঠক হিসেবে যিনি পরিচিত৷ দীর্ঘ ২১ বছর ধরে অলিম্পিক কমিটির প্রধানের দায়িত্ব পালন করে গেছেন ১৯২০ সালের ১৭ জুলাই বার্সেলোনায় জন্ম নেওয়া এই স্প্যানিশ৷

Flagge IOC Halbmast Samaranch

বুধবার সুইজারল্যান্ডে আইওসির প্রধান কার্যালয়ের সামনে অলিম্পিক পতাকা অর্ধনমিত রাখা হয়

সেই সামারাঞ্চ আর নেই৷ বুধবার ৮৯ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন তিনি৷ গোটা বিশ্বের ক্রীড়াঙ্গনে এখন নেমেছে শোকের ছায়া৷ কেবল ক্রীড়াবিদদের কাছেই নয়, ক্রীড়া প্রেমিক জনগণের কাছেও সামারাঞ্চ ছিলেন অত্যন্ত পরিচিত একটি নাম৷ তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়ে বর্তমান আইওসির প্রধান জাক রোগে বলেন, দুরদৃষ্টি এবং প্রতিভার কারণে সামারাঞ্চ ছিলেন ঐক্যবদ্ধ অলিম্পিক আন্দোলনের মূল কারিগর৷ সামারাঞ্চের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্পেনের রাজা ও রানি৷ এছাড়াও শোক জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজিও৷ আজীবন ক্রীড়া সংগঠন সামারাঞ্চ তাঁর দেশের পক্ষে কাজ করে গিয়েছেন৷ গত বছর অলিম্পিক ভেন্যুর প্রতিযোগিতাতেও তিনি নিজ দেশের জন্য লড়াই করেছেন৷ যদিও শেষ পর্যন্ত জিততে পারেননি৷ নিজের জীবন নিয়ে কি ভাবতেন সামারাঞ্চ? এই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, নিশ্চিত থাকুন, অতীতের পানে ফিরে আমি গর্ববোধ করি৷ শুধু সামারাঞ্চ নয়, গোটা বিশ্ববাসীও গর্বিত অলিম্পিক আন্দোলনের মহানায়ককে নিয়ে৷ তাই মৃত্যুর পরও যুগ যুগ বেঁচে থাকবেন সামারাঞ্চ অলিম্পিকের সাথে সাথে৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সাগর সরওয়ার

সংশ্লিষ্ট বিষয়