1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কঠোর অবস্থানে ব্রিটেন

২৭ আগস্ট ২০১৫

অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে খুব কঠোর অবস্থান নেবে ব্রিটেন৷ সে দেশের অভিবাসন মন্ত্রী জানিয়েছেন, কেউ অবৈধভাবে প্রবেশ করলে তাঁকে জেলে পাঠানো হবে, অবৈধভাবে কাজ করলে তাঁর বেতনের টাকাও জব্দ করা হবে৷

https://p.dw.com/p/1GLoW
Frankreich Flüchtlinge Eurotunnel Calais
ছবি: Getty Images/AFP/P. Huguen

এ বছরই সংসদে অভিবাসন বিল উত্থাপন করবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন৷ তবে বিল পাশ হয়ে আইন হওয়ার আগেই তা নিয়ে শুরু হয়ে গেছে ব্যাপক আলোচনা-সমালোচনা৷ ক্যামেরন সরকার অভিবাসনপ্রত্যাশীদের বিরুদ্ধে যেসব ব্যবস্থার পরিকল্পনা করছে সেগুলোর সমালোচনা করছেন অনেকেই৷ ব্যাপক হারে অভিবাসী গ্রহণের বিরোধীতা করা ইউকিপ পার্টিও মনে করে সরকার যা করতে যাচ্ছে তা সম্পূর্ণই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, শুধু ভোট বাড়ানোর লক্ষ্য থেকেই এত কঠোর অবস্থান নিতে যাচ্ছে সরকার৷

ব্রিটেনের অভিবাসন মন্ত্রী জেমস ব্রোকেনশায়ার বলেছেন, ‘‘কেউ যদি অবৈধভাবে এখানে আসেন, আমরা তাঁর কাজ বন্ধ করে দেবো, বাড়ি ভাড়া নেয়া, ব্যাংকে অ্যাকাউন্ট খোলা এবং গাড়ির লাইসেন্স নিতেও বাধা দেবো৷'' তিনি আরো জানিয়েছেন, অবৈধভাবে কেউ ব্রিটেনে গিয়ে চাকরি নিলে তাকে ছয়মাসের জন্য জেলে পোরা হবে, তার নিয়োগদাতারও লাইসেন্স বাতিল করা হবে৷

ব্রিটেনে অভিবাসন আইন কঠোর করার দাবিতে অনেক দিন ধরেই সোচ্চার মাইগ্রেশন ওয়াচ৷ এই সংগঠনের এক কর্মকর্তা সরকারের বর্তমান অভিবাসননীতিকে সমর্থন জানিয়েছেন৷ তবে অভিবাসীদের প্রতি সহানুভূতিশীল সংগঠনগুলো সরকারের সমালোচনা করছে৷ এমনকি ইউকিপ পার্টিও মনে করে, সরকার শুধু ভোটের জন্যই এত কঠোর পদক্ষেপ নিতে চলেছে৷ ইউকিপ-এর মুখপাত্র বলেছেন, সরকার যে হারে অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের জেলে পাঠানোর কথা ভাবছে, তেমন হলে অভিবাসনপ্রত্যাশীদের ভিড় কমবে না, বরং ভিড়ে কারাগার উপচে পড়বে৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান