1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনেক দেশেই আল-কায়েদা

২ জুলাই ২০১৫

বাংলাদেশে আবার জঙ্গি আটকের খবর৷ এবার আল-কায়েদা৷ তবে জঙ্গি নিয়ে শোরগোল শুধু বাংলাদেশে নয়, ভারত, জার্মানিসহ বেশ কিছু দেশের শিরোনামেই এখন আল-কায়েদা, নয়ত আইএস-এর তৎপরতার খবর৷

https://p.dw.com/p/1Frj9
Symbolbild islamistischer Kämpfer
ছবি: Fotolia/Oleg Zabielin

বিবিসি একটি প্রতিবেদন করেছে বাংলাদেশে ইসলামি জঙ্গিদের ক্রমাগত শক্তি বৃদ্ধির বিষয়টি নিয়ে৷

ঠিক এমন সময়েই বাংলাদেশে আল-কায়েদা জঙ্গি গ্রেপ্তার করল পুলিশ৷ আটককৃত জঙ্গি ব্লগার অভিজিৎ রায় হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে৷

ভারতেও শিরোনামে এসেছে জঙ্গি তৎপরতার খবর৷ সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সংবাদমাধ্যমকে বলেছেন, আল-কায়েদা আর আইএস একজোট হয়ে ভারতে হামলা চালানোর পাঁয়তারা করছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন৷

বার্তাসংস্থা রয়টার্স দিয়েছে ইয়েমেনের কারাগার থেকে সহস্রাধিক কয়েদি পালিয়ে যাওয়ার খবর৷ কয়েদিদের ভিড়ে সন্দেহভাজন বেশ কয়েকজন আল-কায়েদা জঙ্গি রয়েছে বলেও ধারণা করা হচ্ছে৷

এদিকে জার্মানিতেও আইএস ধীরে ধীরে তাদের জাল বিস্তার করছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ সংবাদমাধ্যমেই আছে এ খবর৷

তবে জঙ্গি তৎপরতার সব খবরেই ঘুরেফিরে আসছে বাংলাদেশ প্রসঙ্গ৷ একে একে যেভাবে ব্লগারদের হত্যা করা হচ্ছে, সমাজের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যেভাবে কয়েকদিন পর পর হত্যার হুমকি দেয়া হচ্ছে- তাতে এমন আলোচনার কেন্দ্রে বাংলাদেশের নাম আসাটাই স্বাভাবিক৷

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশে জঙ্গি তৎপরতা, ব্লগারসহ প্রগতিশীলদের নিরাপত্তাহীনতার খবরগুলো আসলে নিয়মিতই আসছে৷ নিহত ব্লগার অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা এক সাক্ষাৎকারে আবার নতুন করে এসব প্রসঙ্গে কথা বলেছেন৷ তাঁর মতে, সরকার জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না বলে দেশজুগে জঙ্গি-আতঙ্ক আরো বাড়ছে৷

এশিয়া টাইমসের এক প্রতিবেদনে হয়েছে, অনেক ব্লগারই এখন দেশ ছাড়ার চেষ্টা করছেন৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য