1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে ১৩ সন্তানকে নির্যাতন!

১৬ জানুয়ারি ২০১৮

ছেলেমেয়েদের বয়স ২ থেকে ২৯-এর মধ্যে৷ তাদের কয়েকজনকে নাকি বিছানায় শেকল বাঁধা অবস্থায় পাওয়া যায়৷ একটি ১৭ বছরের মেয়ে পালাতে পেরে টেলিফোনে পুলিশকে খবর দেয়৷

https://p.dw.com/p/2quiv
ছবি: Reuters/M. Blake

মেয়েটি ও তার ১২ জন ভাই-বোনকে নাকি অত্যন্ত নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে আটকে রাখা হয়েছিল৷ অপুষ্টিতে ভুগে সকলেই এতো রোগা যে, পুলিশ প্রথমে তাদের সকলকেই নাবালক বলে ধরে নিয়েছিল৷ যে ১৭ বছরের মেয়েটি ৯১১ নম্বরে ডায়াল করে, তাকেও প্রথমে ১০ বছরের বলে ভাবা হয়েছিল বলে বার্তা সংস্থা এপি'কে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রিভারসাইড কাউন্টি শেরিফের ডিপার্টমেন্ট৷ দৃশ্যত ১৩ জন ছেলে-মেয়ের মধ্যে ছয় জন নাবালক ও সাত জন প্রাপ্তবয়স্ক৷

রবিবার তাদের ৫৭ বছর বয়সি বাবা ও ৪৯ বছর বয়সি মা-কে গ্রেপ্তার করা হয়৷ ছেলেমেয়েরা না খেয়ে আছে বলে জানালে পুলিশের তরফ থেকে তাদের খাবারদাবার ও পানীয় দেওয়া হয়৷ ১৩ জন ছেলেমেয়ের সকলকেই ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য কাছাকাছি হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷

রাজ্যের শিক্ষা বিভাগের নথিপত্র থেকে দেখা যাচ্ছে, সংশ্লিষ্ট পরিবারের বাড়ির ঠিকানায় একটি ডে-স্কুলও রেজিস্ট্রি করা ছিল৷ ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্কুলটির ছাত্রসংখ্যা ছিল ছয়, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, নবম, দশম ও দ্বাদশ শ্রেণীতে একজন করে ছাত্র বা ছাত্রী দেখানো হয়েছে৷

প্রতিবেশীরা বলেছেন, তাঁরা নাকি ঐ বাড়ি বা পরিবারের পরিস্থিতি সম্পর্কে কিছুই জানতেন না৷ বাড়িতে যে ছোট ছেলে-মেয়ে আছে, সেটাও তিনি জানতেন না বলে এক প্রতিবেশী স্থানীয় এক পত্রিকাকে জানিয়েছেন৷

সংশ্লিষ্ট দম্পতি ২০১১ সালে একলাখ থেকে পাঁচ লাখ ডলারের ঋণ দেখিয়ে আদালতে দেউলিয়া ঘোষণার আবেদন করে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস৷ সেই সময় স্বামী ভদ্রলোক ইঞ্জিনিয়ার হিসেবে বছরে এক লাখ চল্লিশ হাজার ডলার বেতনের একটি চাকরি করতেন৷ তাঁর স্ত্রীকে গৃহকর্ত্রী হিসেবে সংশ্লিষ্ট নথিপত্রে দেখানো হয়েছে৷

পুলিশ স্বামী-স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের নয়টি ঘটনা ও শিশুদের বিপদ ঘটানোর ১০টি ঘটনার অভিযোগ দায়ের করেছে৷ স্বামী-স্ত্রী দুজনকেই আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ আগামী বৃহস্পতিবার তাদের আদালতে পেশ করা হবে৷

পরিবারটি আদতে টেক্সাস থেকে ক্যালিফোর্নিয়ায় আসে৷ লস এঞ্জেলেসের ৭০ কিলোমিটার পূর্বে একটি ছোট এলাকায় তাদের বাস৷ এলাকাটির বিভিন্ন একতলা ও দোতলা বাড়িতে বহু একক পরিবারের বাস৷

সংশ্লিষ্ট দম্পতি দৃশ্যত একটি ফেসবুক পেজও সৃষ্টি করেছেন, যেখানে তাদের বিয়ের পোশাক পরা ছবি পোস্ট করা হয়েছে – সঙ্গে রয়েছে অনুরূপ সাজগোজ করা ১০ জন কন্যা সন্তান ও সুট-বুট পরা তিনজন পুত্র সন্তান৷

এসি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)