1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান ফুটবল সমর্থকরা এখন কী করছেন?

৬ জুলাই ২০১৮

বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকেই অপ্রত্যাশিতভাবে জার্মানি বাদ পড়ে যাওয়ার পর এখনও দলটির ভক্তরা দ্বিধায় সময় পার করছেন৷ বিশ্বকাপ চলাকালীন যাঁরা দলের খেলা দেখবেন বলে ভেবে রেখেছিলেন, তাঁরা এখন কী করছেন?

https://p.dw.com/p/30v5p
ছবি: Reuters/H. Hanschke

জার্মানির ফুটবল ইতিহাসের এক বড় ধাক্কা এবারের বিশ্বকাপ৷ ১৯৩৮ সালের পর এই প্রথম দলটি ছিটকে গেছে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে৷ অথচ গতবারই কাপ জিতে চতুর্থবার বিশ্বকাপ জয়ের স্বাদ নিয়েছিল দলটি৷ এমন একটি দলের এত দ্রুত বিশ্বকাপ থেকে বাদ পড়া তাই ফুটবল ভক্তদের কাছে এক বড় বিস্ময়৷

তবে, দক্ষিণ কোরিয়ার কাছে হারের বেদনা এখন অনেকটাই লাঘব হয়েছে জার্মান ফ্যানদের৷ কিন্তু সমস্যা দেখা দিয়েছে, বিশ্বকাপের সময় পার করা নিয়ে৷ আজ থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল, যেখানে নেই জার্মানি৷ এসব খেলা দেখতে কি বিয়ার হাতে টিভির সামনে বসবেন তাঁরা, নাকি করবেন অন্য কিছু?

জার্মানির রাইনিশে পোস্ট পত্রিকা পাঁচ হাজারের বেশি জার্মান ফুটবল ভক্তের কাছে জানতে চেয়েছিল তাদের পরিকল্পনার কথা৷ জরিপে অংশ নেয়াদের ৪২ শতাংশ জানিয়েছেন, জার্মানি বাদ পড়া সত্ত্বেও বিশ্বকাপের বাকি ম্যাচগুলো দেখবেন তাঁরা৷ বিশ শতাংশের মতো জানিয়েছেন, বাকি খেলাগুলো দেখার তেমন একটা আগ্রহ তাঁদের নেই৷ আর ১২ শতাংশ ফুটবলভক্ত জানিয়েছেন, তাঁরা আর এবারের বিশ্বকাপের কোনো খেলা দেখবেন না৷

প্রশ্ন হচ্ছে, যাঁরা খেলা দেখবেন মনস্থির করেছেন, তাঁরা কি অন্য কোনো দলের সমর্থক হয়ে উল্লাস করবেন? পত্রিকাটির জরিপে অংশ নেয়াদের ৪১ শতাংশ জানিয়েছেন, তাঁরা এখন চান যে, ইউরোপের কোনো দল বিশ্বকাপ জয় করুক৷ আর এর অর্থ হচ্ছে, ব্রাজিল, উরুগুয়ে এবং রাশিয়ার পক্ষ নেয়া জার্মান ফুটবল ফ্যান খুব একটা নেই দেশটিতে৷

তাহলে কি ইংল্যান্ডকে সমর্থন করা যৌক্তিক হবে?

জার্মানির সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন স্ট্যার্নও একই ধরনের এক জরিপ পরিচালনা করেছে৷ তারা জানতে চেয়েছিল, যেহেতু জার্মানি আর বিশ্বকাপে নেই, তাহলে জার্মান ফুটবল ভক্তরা এখন কোন দলকে সমর্থন করবেন? জরিপে অংশ নেয়াদের ২৫ শতাংশ জানিয়েছেন যে, তাঁরা এখন বেলজিয়ামের বিজয়রথে শামিল হবেন৷ ১৫ শতাংশের পছন্দ এখন ক্রোয়েশিয়া আর ১০ শতাংশের ইংল্যান্ড৷

এদিকে, কোলন বিশ্ববিদ্যালয়ের মনস্তাত্ত্বিক লেয়া ব্যোকারের জালানো জরিপে বেরিয়ে এসেছে এক ভিন্ন তথ্য৷ এতে দেখা যাচ্ছে, জার্মানির এই অকাল প্রস্থান নিয়ে অন্যদেশের ফুটবল ভক্তরা তেমন একটা ব্যাথিত নন৷ বরং অনেকেই এতে সন্তুষ্ট হয়েছেন৷ বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের মাত্র দু'দিন পর ১৩১ জন বিদেশির (যাদের অধিকাংশই ব্রিটিশ) কাছে তিনি প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন৷ তাঁদের অধিকাংশই জার্মানির ব্যথায় সমব্যাথী হতে চাননি৷ বরং জানিয়েছেন তাঁদের সন্তুষ্টির কথা৷

তবে, অন্যদের অবস্থান যা-ই হোক, এবারের গ্রীষ্মটা জার্মানদের জন্য খুব একটা আনন্দের হলো না বিশ্বকাপের কারণে৷ জার্মানির বিদায় তাঁদের অনেক পরিকল্পনাই ভেস্তে দিয়েছে৷ কেউ এখন তাঁদের গ্রীষ্মের ছুটি এগিয়ে আনছেন, কেউবা খেলা দেখার জন্য বাছাই করে রাখা সময়ে কী করবেন ভেবে পাচ্ছেন না৷ এখন যদি কোনো ইউরোপীয় দল বিশ্বকাপ জয় করে, তাহলে তাঁদের বেদনা হয়ত কিছুটা কমবে৷

জনাথন হার্ডিং/এআই