1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাৎসি প্রতীক ও শ্লোগানের বিরুদ্ধে পুলিশি তদন্ত

১১ সেপ্টেম্বর ২০১৮

জার্মানির পূর্বাংশের শহর হালেতে সোমবারের মিছিলে নাৎসি প্রতীক ও শ্লোগান ব্যবহার করায় অন্তত ১০টি তদন্ত শুরু করেছে পুলিশ৷ এছাড়া পুলিশের সঙ্গে বিতণ্ডার বিষয়েও তদন্ত করা হবে বলে জানা গেছে৷

https://p.dw.com/p/34gcQ
Chemnitz - Proteste nach Todesfall
ছবি: Getty Images/AFP/O. Andersen

কেমনিৎস ও ক্যোথেনে দুই জার্মান নিহত হবার ঘটনার পর জার্মানির পূর্বাংশের বিভিন্ন এলাকায় ডানপন্থিরা প্রতিবাদ মিছিল করেছে৷ প্রায় সাড়ে চারশ' মিছিলকারী সোমবার হালে শহরে মিছিল করেন৷

বেশিরভাগ মিছিলকারীই অভিবাসনবিরোধী শ্লোগান দিচ্ছিলেন৷ ২০১৫ সালের পর থেকে মূলত জার্মানিতে অভিবাসীর সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে গেছে৷ মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতির কারণে এবং সংঘাতপ্রবণ অন্যান্য এলাকা থেকেই এসব অভিবাসী আসছেন৷

কিন্তু সম্প্রতি অভিবাসনবিরোধী মনোভাব নব্য নাৎসি মনোভাবকে উসকে দিচ্ছে বলে শঙ্কা আছে দেশটিতে৷ সোমবার ডানপন্থি দলগুলোর সদস্যরা এ বিষয়ে তাদের কঠোর মনোভাব দেখিয়েছে৷

পুলিশ বলেছে যে, তাদের কাছে অভিযোগ আছে যে, এসব মিছিলে নাৎসি স্যালুট অথবা অন্যান্য শ্লোগান ব্যবহৃত হয়েছে৷ কর্তৃপক্ষ বলছে যে, যারা মিছিল করছিলেন, তাদের দেখে মাতাল মনে হচ্ছিল৷ সে সময় একটি পালটা মিছিলও হয় অভিবাসনবিরোধীদের বিরুদ্ধে৷ সেই মিছিলে ৮০ থেকে ১০০ লোক অংশ নেন৷ কিন্তু কোনো সংঘাত হয়নি৷

এদিকে, জার্মানির রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান হান্স-গিওর্গ মাসেন জানিয়েছেন, কেমনিৎসে অভিবাসীদের ওপর হামলার যে ফুটেজটি সামাজিক গণমাধ্যমে বেরিয়েছে, তা সত্য৷ এর আগে তিনি ভিডিওটি নিয়ে সন্দেহ প্রকাশ করে সরকারি দলের সংসদ সদস্যদের তোপের মুখে পড়েছিলেন৷ 

এ পর্যন্ত নাৎসি স্যালুট দেবার কারণে ১৪ জনকে গ্রেপ্তারের খবর জানা গেছে৷

জেডএ/এসিবি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য