1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৯০ বছরের জন্মদিনে সাবেক জার্মান প্রেসিডেন্ট ফন ভাইৎসেকার

১৫ এপ্রিল ২০১০

প্রেসিডেন্ট হিসেবে রিশার্ড ফন ভাইৎসেকার তাঁর কর্মকাল শেষ করেন ১৬ বছর হয়ে গেলো৷ কিন্তু এই পদে থেকে যে মাত্রা তিনি বেঁধে দেন, এখনও সেই মাপকাঠিতেই তাঁর উত্তরসূরিদের মাপা হচ্ছে৷

https://p.dw.com/p/Mxoc
ছবি: dpa

ভাইৎসেকারের জন্ম স্টুটগার্ট শহরে ১৯২০ সলের ১৫ই এপ্রিল৷ শীর্ষস্থানীয় কূটনীতিকের এই পুত্র বড় হয়ে উঠেছেন বার্লিনের প্রাশান পরিবেশে, সুইজারল্যান্ডে আর ডেনমার্কে৷ পড়েছেন আইনশাস্ত্র৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাঁকে অন্যান্যদের মত লড়াই করতে হয়েছিল৷ হিটলারের নির্দেশে জার্মান সেনাবাহিনীর পোল্যান্ড অভিযানের দ্বিতীয় দিনেই তাঁর ভাই হাইনরিশ নিহত হন৷ নাৎসিদের শাসনামলে তাঁর বাবা এয়ার্নস্ট ফন ভাইৎসেকার ছিলেন পররাষ্ট্র দপ্তরের রাষ্ট্রসচিব৷ আর এই কারণে ন্যুর্নব্যার্গে যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় তাঁকেও৷ বাবার পক্ষে উকিল হিসেবে কাজ করেন ভাইৎসেকার৷

রিশার্ড ফন ভাইৎসেকার খ্রিস্টীয় গণতন্ত্রী দলের রাজনীতিক হিসেবে সাবেক পশ্চিম বার্লিনের শাসক মেয়র পদে অধিষ্ঠিত হন৷ তবে দলীয় রাজনীতির ঊর্ধে উঠতে দ্বিধা করেননি তিনি কখনও৷ আর এই কারণে তিনি দল মত ছাড়িয়ে মানুষের শ্রদ্ধা অর্জন করেছেন৷ দুটি মেয়াদ অর্থাৎ ১০ বছর (১৯৮৪ - ১৯৯৪) তিনি জার্মানির প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেন৷ ১৯৮৫ সালে ৮ই মে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার ৪০ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে দেয়া তাঁর ঐতিহাসিক বলে চিহ্নিত ভাষণে রিশার্ড ফন ভাইৎসেকার বলেছিলেন: ‘‘৮ই মে ছিল নাৎসিদের হিংসার শাসনের মানবৈরী ব্যবস্থাযন্ত্র থেকে মুক্তির দিন৷''

Flash-Galerie Richard von Weizsäcker wird 90 wird Bundespräsident 1984
দুটি মেয়াদ অর্থাৎ ১০ বছর (১৯৮৪ - ১৯৯৪) তিনি জার্মানির প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেনছবি: picture alliance/dpa

একাধিক গ্রন্থের রচয়িতা তিনি৷ এ পর্যন্ত পেয়েছেন ২৭টি সাম্মানিক ডক্টরেট উপাধি৷ নব্বই বছরেও সুস্থ সবল মানুষ৷ মুখে তাঁর ব্যক্তিত্বের ছটা৷

১৯৮৬ সালে ভাইৎসেকার বাংলাদেশ সফর করেছিলেন৷ এর আগে বা পরে কোন জার্মান প্রেসিডেন্ট বাংলাদেশে পা রাখেন নি৷ বন শহরে এক অনুষ্ঠানে বাংলাদেশের চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন'এর হাতে জার্মানির বিশেষ সম্মান তুলে দিয়েছিলেন ভাইৎসেকার৷ আজ রিশার্ড ফন ভাইৎসেকার'এর ৯০তম জন্মদিন৷ তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল থেকে শুরু করে রাজনীতি ও সমাজের শীর্ষ ব্যক্তিরা৷ আমরাও বলি, শুভ জন্মদিন হের ফন ভাইৎসেকার৷

প্রতিবেদক: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: সঞ্জীব বর্মন