1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৭১ এর ধারায় রয়ে গেছে জামাত

১০ ফেব্রুয়ারি ২০১০

শিবিরের হাতে রাজশাহী বিশ্ববিদ্যালের ছাত্র নিহত হওয়ার ঘটনায় সারাদেশ ক্ষুব্ধ৷ জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠেছে৷ বিশ্লেষকরা বলছেন, তারা একাত্তরের মতোই আচরণ করছে৷

https://p.dw.com/p/LyGq
বিক্ষুব্ধ ছাত্ররাছবি: AP

রাজশাহী বিশ্ববিদ্যালের ছাত্র এবং ছাত্রলীগ নেতা ফারুক হোসেনকে শিবির কর্মীরা সোমবার গভীর রাতে হত্যা করে৷ এই ঘটনায় আহতদের মধে দু'জনকে ঢাকার পঙ্গু হাসপাতালে আনা হয়েছে৷ তাদের মধ্যে একজন ফিরোজ মোহাম্মদ আরিফুজ্জামান৷ তার হাত পায়ের রগ কেটে দেয়া হয়েছে৷ সে ডয়চে ভেলেকে জানায়, সেই রাতের ভয়াল অভিজ্ঞতার কথা৷ হাত পায়ের রগ কাটার পর তাকে মৃত ভেবে ফেলে রেখে গিয়েছিল৷

আরেকজন ছাত্র সাইফুর রহমান বাদশা শিবিরের হাত থেকে তাদের বাঁচানোর জন্য আকুতি জানান৷ এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বুধবার বিক্ষোভ কর্মসূচি পালন করেছে৷ তারা জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানায়৷ শিক্ষকরাও একই দাবি জানিয়েছেন৷

অন্যদিকে, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান মনে করেন, দোষীদের বিচার না করলে এই সন্ত্রাস বন্ধ হবে না৷ আর অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন, জামাত শিবির একাত্তরের ধারাতেই রয়ে গেছে৷

হত্যাকান্ডের ঘটনায় রাজশাহীতে শতাধিক শিবির কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে৷ জামাত অবশ্য এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক