1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২৩০ রানের লক্ষ্য নিয়ে ভালো খেলছে শ্রীলঙ্কা

২৬ মার্চ ২০১১

৯৬'র বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা আজ মুখোমুখি হয়েছে অপর শক্তিশালী দল ইংল্যান্ডের সঙ্গে৷ শুরুতেই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড৷ ৬ উইকেটে করে ২২৯ রান৷ ৩১ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৬৫৷

https://p.dw.com/p/10hoh
ছবি: dapd

শনিবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় নিজ দেশের মাটিতে সেমিফাইনালে ওঠার লড়াই এ মাঠে নেমেছে শ্রীলঙ্কা দল৷ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কান দলের এই লড়াই প্রতিপক্ষ ইংল্যান্ডের সঙ্গে৷


প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ডকে সহজ বলছেন না ক্রিকেটবোদ্ধারা৷ কারণ ইংল্যান্ড হারুক বা জিতুক এর আগের প্রতিটি খেলায় তারা চমৎকার খেলেছে৷ তাছাড়া তারা কোয়ার্টার ফাইনালে এসেছে অনেক চড়াই উৎরাইয়ের মধ্যদিয়ে৷

গ্রুপ পর্বে শ্রীলঙ্কা সহজেই হারিয়েছে জিম্বাবুয়ে, কেনিয়া, ক্যানাডা ও নিউজিল্যান্ডকে৷ হারতে হয়েছে পাকিস্তানের কাছে৷ বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নেয় শ্রীলঙ্কা৷ অন্যদিকে প্রতিপক্ষ ইংল্যান্ড গ্রুপ পর্বে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডসকে৷ হার মানতে হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের কাছে৷ আর টাই করেছে ভারতের সঙ্গে খেলাতে৷

শ্রীলঙ্কা ও ইংল্যান্ড এ পর্যন্ত খেলেছে ৪৪বার৷ যার মধ্যে ২৩ বার জিতেছে ইংল্যান্ড এবং ২১বার শ্রীলংকা৷ শনিবারের এই স্টেডিয়ামে চারবার খেলেছে এই দু'টি দল৷ যার তিনটিতেই জিতেছে শ্রীলঙ্কা৷ সব মিলিয়ে আজকের খেলাটা বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ৷

অন্যদিকে, বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে এশিয়ার অন্তত একটি দেশের খেলা এরইমধ্যে নিশ্চিন্ত করেছে ভারত ও পাকিস্তান৷ পাঞ্জাবের মোহালি স্টেডিয়ামে আগামী বুধবার হবে এ খেলা৷ আর এ খেলা উপভোগের জন্য ভারতের প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন৷ গিলানি ঐ আমন্ত্রণে ইতোমধ্যে সাড়া দিয়েছেন বলে শনিবার জানিয়েছে ভারতের এনডিটিভি৷ শুধু এই দুই দেশের মানুষ নয় পাকিস্তান-ভারত সেমিফাইনাল খেলা দেখার জন্য অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমী উপমহাদেশের মানুষ৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়