1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০১১-তেও নাদাল-ফেডারার রেষারেষি চলবে

২ জানুয়ারি ২০১১

শনিবার আবু ধাবির প্রদর্শনী খেলায় রজার ফেডারারকে হারানোর পর রাফায়েল নাদাল দোহা পৌঁছেছেন ভরপুর আত্মবিশ্বাস নিয়ে৷ কাতার ওপেনেও তিনি এবং ফেডারার পয়লা এবং দু’নম্বর বাছাই৷

https://p.dw.com/p/zsf1
দুই, বন্ধু, দুই, প্রতিদ্বন্দ্বী, রজার, রাফা, ২০১১, নাদাল, ফেডারার, রেষারেষি, চলবে, Australian, Open, Rafael, Nadal, Roger Federer,
দুই বন্ধু এবং দুই প্রতিদ্বন্দ্বী, রজার এবং রাফাছবি: AP

বিশ্বতালিকার শীর্ষে আছেন রাফায়েল নাদাল, দ্বিতীয় স্থানে ফেডারারের চেয়ে ৩,০০০-এর বেশী পয়েন্টে এগিয়ে৷ এছাড়া শেষ চারটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের মধ্যে তিনটিই জিতেছেন নাদাল৷ সপ্তাহান্তে আবু ধাবির মুবাদলা বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনি ফেডারারকে হারান ৭-৬, ৭-৬ গেমে৷ কাতার ওপেনে দুই প্রতিদ্বন্দ্বীর আবার মোলাকাত ঘটবে, এবং এই কাতার ওপেন দিয়েই মরশুমের সূচনা৷

ফেডারার এর আগে দু'বার দোহা'র খেতাবটি জিতেছেন: ২০০৫ এবং ২০০৬ সালে৷ এছাড়া তিনি সদ্য তাঁর কোচ পাল্টে এনেছেন পল আনাকোনে'কে, যিনি খোদ পিট স্যাম্প্রাস'কে তাঁর ১৪টি গ্র্যান্ড স্ল্যাম খেতাবের মধ্যে ন'টি জিততে সাহায্য করছিলেন৷ ফেডারারের বয়স এখন ত্রিশ ছুঁই ছুঁই৷ কাজেই তাঁর গতির সামান্য যা কিছু তারতম্য ঘটেছে, তা' শুধরে নেওয়ার চেষ্টা করছেন তিনি৷ ব্যাকহ্যান্ডকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছেন, চেষ্টা করছেন নিয়মিতভাবে ভালো সার্ভ করার৷ তাঁর গ্রাউন্ড স্ট্রোকগুলো আরো সতেজ হওয়া দরকার৷ সবচেয়ে বড় কথা, প্রতিপক্ষের দ্বিতীয় সার্ভগুলোকে বিপুলভাবে আক্রমণ করার মনোবৃত্তি ফিরিয়ে আনা দরকার৷

ওদিকে নাদাল বলেছেন, মরশুমের সূচনায় তাঁর পয়েন্ট জিরো বলেই তিনি ভাবেন, যেমন দোহা কিংবা অস্ট্রেলিয়ায় - আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে৷ - বিগত বছর ফেডারার এবং নাদাল, এই দুই মহারথীর মোলাকাত হয়েছিল মাত্র দু'বার৷ এবং দোহায় বিশ্বতালিকার তিন নম্বর নিকোলায় ডেভিডেঙ্কোও আছেন, চতুর্থ বাছাই হিসেবে৷ এই রুশ খেলোয়াড়টি গত বছর নাদাল এবং ফেডারার দু'জনকেই হারিয়েছেন, খেতাব জেতার পথে৷ কে বলতে পরে, ২০১১ কার পেটোয়া বছর হবে?

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই