1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০০৯-এ শোয়েব আখতারের আয় মাত্র ৫২৫ মার্কিন ডলার!

১৬ ফেব্রুয়ারি ২০১০

পাকিস্তান ক্রিকেট দলের বিতর্কিত ফাস্ট বোলার শোয়েব আখতার ২০০৯ সালে ম্যাচ ফি থেকে আয় করেছেন মাত্র ৫২৫ মার্কিন ডলার৷ অবাক হচ্ছেন! ২০০৯ সালে তার মোট আয় হয়েছিল কিন্তু ৮২ হাজার মার্কিন ডলার৷

https://p.dw.com/p/M2TX
ফাইল ফটোছবি: AP

কিন্তু বেরসিক পাকিস্তান ক্রিকেট বোর্ড কেটে নিয়েছে তার প্রায় পুরোটাই৷

কারণ হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, নির্বাচকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য শোয়েব আখতারের জরিমানা হয়েছিল ৮১ হাজার চার শত মার্কিন ডলার৷ এই অর্থ শোয়েব পরিশোধ করেনি৷ ফলে বাধ্য হয়ে ক্রিকেট বোর্ড শোয়েবের আয় থেকে কেটে নিয়েছে তা৷

আপনাদের নিশ্চয়ই মনে আছে, ২০০৮ সালের এপ্রিলে নির্বাচকদের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল শোয়েব আখতারকে৷ সঙ্গে জরিমানা করা হয় সত্তর লাখ রুপি৷ কিন্তু তিনমাস পর লাহারের হাইকোর্ট শোয়েবের নিষেধাজ্ঞার বিষয়টি স্থগিত করে৷ তবে জরিমানার বিষয়টি নিয়ে আদালত কোন রায় দেয়নি৷ আর সেই সুযোগটাই নিয়ে নিলো পাকিস্তানের ক্রিকেট বোর্ড৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন