1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৯৩৭ সালের ২৬শে এপ্রিল, স্পেনের ইতিহাসে একটি কালো দিন

২৬ এপ্রিল ২০১০

স্পেনে তখন চলেছে রিপাবলিক্যানদের সঙ্গে দক্ষিণপন্থীদের গৃহযুদ্ধ৷ আর সেই যুদ্ধে দক্ষিণপন্থীদের সমর্থক ছিল হিটলার শাসিত জার্মানি৷ ২৬শে এপ্রিলের এই দিনেই উত্তর স্পেনের বাস্ক এলাকার গের্নিকা শহরের ওপর বোমা ফেলা হয়েছিল৷

https://p.dw.com/p/N6W3
পিকাসোর ‘গের্নিকা’ চিত্রকর্মছবি: AP

বোমা ফেলেছিল জার্মান লিজিয়ন কন্ডর বাহিনীর বিমান৷ দীর্ঘ প্রায় তিন ঘন্টা ধরে নগরী, গ্রামাঞ্চল - বোমা মেরে তছনছ করেছিল তারা৷ আগুনে-আগুনে ঝলসে উঠেছিল গের্নিকা৷ যারা দৌঁড়ে অদূরের মাঠে-ঘাটে - পালাতে, গা-ঢাকা দিতে চেয়েছিল - তাদেরও মুক্তি দেওয়া হয় নি৷ বরং মেশিন গান'এর গুলি এসে বিদ্ধ করেছিল তাদের৷

দুষ্ট শক্তির এই অমানবিক হামলার ভয়াবহতা মূর্ত হয়ে আছে পাবলো পিকাসোর ভুবনখ্যাত ‘‘গের্নিকা'' চিত্রকর্মে ৷ বিমান হামলার পাঁচদিন পরেই পিকাসো তাঁর ছবির প্রথম রেখাচিত্র আঁকেন৷ দীর্ঘ এই তৈলচিত্র রাখা ছিল নিউ ইয়র্কের মিউজিয়ম অফ মডার্ন আর্ট'এ৷ পিকাসো শর্ত দিয়েছিলেন, যতদিন স্পেনে গণতন্ত্র ফিরে না আসবে ততদিন তাঁর ‘‘গের্নিকা'' পাবেনা স্পেন৷

স্বৈরশাসনের অবসান ঘটার পর স্পেনে যখন গণতন্ত্র চালু হল আবার তখনই ‘‘গের্নিকা'' ফিরে এল তার স্বদেশভূমিতে৷ ততদিনে চিত্রকর পিকাসো এবং স্পেনের স্বৈরশাসক ফ্রান্কো প্রয়াত৷ এই কালজয়ী চিত্রকর্ম রাখা আছে মাদ্রিদের রাইনা সোফিয়া মিউজিয়ামে৷

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক