1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘লাল রক্তে রঞ্জিত একটি দিন’

১৪ ফেব্রুয়ারি ২০১৪

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসেবে পালিত হচ্ছে পুরো বিশ্বে৷ কিন্তু বাংলাদেশে এই দিনটি অন্য একটি কারণেও তাৎপর্যপূর্ণ৷ কী সেই বিষয়গুলো? ব্লগেও এই দুটি বিষয় নিয়েই অনেকে লিখেছেন৷ জানিয়েছেন তাঁদের মন্তব্য৷

https://p.dw.com/p/1B8O6
Bildergalerie Valentinstag Vorbereitungen
ছবি: Reuters/Yuya Shino

আমার ব্লগে এম এ আমিন খান লিখেছেন, ‘‘আজ ১৪ ফেব্রুয়ারি৷ আজ গোলাপের লাল রঙে নয়, দিপালী সাহার বুকের লাল রক্তে রঞ্জিত একটি দিন৷ আজ অধিকার আদায়ের দিন, আজ মিছিলের দিন৷ আজ স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে সত্য ও সুন্দরের জয়গানের দিন৷''

তিনি লিখেছেন, ‘‘১৪ ফেব্রুয়ারি ১৯৮৩, গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা, গণবিরোধী শিক্ষা নীতির বিরুদ্ধে ছাত্রদের শান্তিপূর্ণ এক মিছিলে স্বৈরাচারের সামরিক ট্রাক উঠেছিল, গুলি হয়েছিল৷ সেদিন সেলিম, দেলোয়ার, দিপালী সাহাসহ আরো অনেক নাম না জানা গোলাপ ফুল ঝরে পরেছিল৷'' আমিন খান প্রশ্ন রেখেছেন, ‘‘আমরা একটি গোলাপও কি দিপালী সাহার জন্যে উত্‍সর্গ করেছি?''

তিনি লিখেছেন, ‘‘আমরা বাঙালি জাতি, আমাদের রয়েছে অনেক ত্যাগের ইতিহাস৷ রয়েছে অনেকে ভালোবাসার ইতিহাস৷ খুঁজলে শত শত ইতিহাস পাওয়া যাবে, শত শত দিবস পাওয়া যাবে যেদিন আমারা পালন করতে পারি৷ তা না করে আমরা কতো কিছুই না করি!''

তাই আমিন খান সবাইকে আহ্বান জানিয়েছেন, নিজ জাতির ত্যাগের ইতিহাস, ভালোবাসার ইতিহাসকে স্মরণে রেখে একটি গোলাপ উত্‍সর্গ করি৷

সামহয়্যার ইন ব্লগে কে আই তাজ থ্রিজি ভালোবাসার কথা উল্লেখ করেছেন৷ লিখেছেন,‘‘আজকের গ্যাংনাম প্রজন্মের ভালোবাসা শুরু হয় ‘দোসত, প্রেম করুম, একটা ফোন নম্বর দিস'-এর মাধ্যমে৷ ক'দিন পরে ফেসবুকের স্ট্যাটাসে ভেসে ওঠে, মনের মানুষটি চলে যেতে চাইলে তাকে চলে যেতে দাও, সে যদি ফিরে আসে, বুঝবে সে তোমার ছিল, আর যদি না আসে বুঝবে সে কখনও তোমার ছিল না৷''

তিনি লিখেছেন, ‘‘ভালোবাসা দিবস বছর ঘুরে ঘুরে আসে৷ এ দিন রাস্তার ফুটপাত আর পার্কের বেঞ্চ দখল করে একেকজন হয়ে উঠি ভালোবাসার সওদাগর৷ ভালোবাসার তোড়ে বাবা-মার দেওয়া সুন্দর নামগুলো ময়নাপাখি, টিয়া, জান, জান্টু, বেবি, হানি ইত্যাদি শব্দের মাঝে হারিয়ে যায়৷ আমরা যেন হয়ে উঠি ভালোবাসার জীবন্ত কিংবদন্তি৷''

প্রমিথিউস ব্যান্ডের বিপ্লবের গাওয়া গান ‘হায় রে ভালোবাসা, হায় রে ভালোবাসা' যেন আকাশ বাতাস ভারী করে আছে বহু বছর, হয়ত থাকবে অনাগত কাল!

Bildergalerie Valentinstag Vorbereitungen
ভালোবাসা রং ছড়াক সবার প্রাণেছবি: Reuters/John Vizcaino

রুকন ইমরান দিবসটি নিয়ে একটি কবিতা লিখেছেন

ভালোবাসা বন্দি না হোক এক বিকেলে

ভালোবাসা বদ্ধ না থাকুক কফির ধোঁয়ায়৷

ভালোবাসা শুধু না হোক মোবাইল ফোনে

ভালোবাসা জমে না যাক প্রিয়ার ছোঁয়ায়৷

ভালোবাসা রং ছড়াক সবার প্রাণে

ভালোবাসা রাখুক মোদের আলিঙ্গনে...

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য