1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৩৫ দিন পর অনশন ভাঙলেন কিউবান বিরুদ্ধবাদী ফারিনাস

৯ জুলাই ২০১০

১৩৫ দিন না খেয়ে ছিলেন কিউবার মনোবিজ্ঞানী গিলার্মো ফারিনাস৷ কারণ, সরকারের বিরুদ্ধে মত পোষণ করায় ২০০৩ সালে যাঁদের গ্রেপ্তার করা হয়েছে তিনি চাইছিলেন তাঁদের মুক্তি৷

https://p.dw.com/p/OEnz
কিউবান বিরুদ্ধবাদী ফারিনাসছবি: AP

অবশেষে সরকার বৃহস্পতিবার তাঁদের ৫২ জনকে মুক্তি দিতে রাজি হওয়ায় অনশন ভেঙেছেন তিনি৷ গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে অনশন শুরু করার দুই সপ্তাহ পর অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালের পর্যবেক্ষণ কক্ষে দিন কাটাচ্ছিলেন তিনি৷ সেখান থেকেই ফারিনাসের এক সমর্থক তাঁর একটি বিবৃতি জানালা দিয়ে ছুঁড়ে ফেলে৷ সেখানে ফারিনাস বলেছেন, ‘‘সরকারের এই সিদ্ধান্তে আমি বা সরকার কেউ জেতেনি, জিতেছে আমাদের দেশ, কিউবা''৷

যাক, ফারিনাস তো তবুও অনশন থেকে ফিরে এলেন৷ কিন্তু তার আগে ঠিক একই কারণে অনশন করা অন্য এক বিরুদ্ধবাদী ,অরলান্ডো সাপাতা, তিনি মারা যান ৮৫ দিন অনশন করার পর৷

কিন্তু সরকার রাজি হলো কীভাবে? জানা গেছে, কিউবার একটি গির্জার কার্ডিনাল ও সরকারের মধ্যে এ ব্যাপারে আলোচনা চলছিল সেই মে মাস থেকে৷ এরপর স্পেনের পররাষ্ট্রমন্ত্রী মিগেল আঙ্গেল মোরাতিনোস যোগ দেন এই আলোচনায়৷ তিনি কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর সঙ্গে ছয় ঘন্টা ধরে আলোচনা করেন৷ এরপরই ঘোষণা আসে ৫২ জনকে মুক্তি দেয়ার৷

এদিকে কিউবা সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক বিশ্ব৷ এর মধ্যে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশ্টন৷ তাঁরা মনে করছেন, এর ফলে যুক্তরাষ্ট্র ও ইইউ'র সঙ্গে কিউবার সম্পর্কের উন্নতি হতে পারে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক