1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১২ বছরেই তাক লাগিয়েছে ইতো

৩০ জুলাই ২০১৩

কত বছর পরিশ্রম করেও কত মানুষের একবার অলিম্পিকে অংশ নেয়ার ভাগ্য হয়না৷ মিমা ইতোর বয়স মাত্র ১২৷ আরেকটু বেশি হলে তাকে হয়তো দেখা হয়ে যেতো লন্ডন অলিম্পিকে৷ দু বছর আগে থেকেই ইতো টেবিল টেনিসের দারুণ এক বিস্ময় বালিকা৷

https://p.dw.com/p/19GZ8
Bildnummer: 13836155 Datum: 21.06.2013 Copyright: imago/AFLOSPORT Mima Ito (JPN), JUNE 21, 2013 - Table Tennis : 2013 ITTF World Tour Japan Open 2013 U21 Girls Singles at Yokohama Cultural Gymnasium, Kanagawa, Japan. NOxTHIRDxPARTYxSALES. PUBLICATIONxINxGERxSUIxAUTxHUNxPOLxRUSxSWExFRAxNEDxESPxONLY (mrva085806); Tischtennis x0x xsk 2013 quer Table Tennis ITTF World Tour Japan Open 2013 ping pong Kanagawa Japan Image number 13836155 date 21 06 2013 Copyright imago AFLOSPORT MIMA Ito JPN June 21 2013 Table Tennis 2013 ITTF World Tour Japan Open 2013 U21 Girls Singles AT Yokohama Cultural Gymnasium Kanagawa Japan PUBLICATIONxINxGERxSUIxAUTxHUNxPOLxRUSxSWExFRAxNEDxESPxONLY Table Tennis x0x xsk 2013 horizontal Table Tennis ITTF World Tour Japan Open 2013 Ping Pong Kanagawa Japan
Mima Ito Tischtennis Japanছবি: Imago

প্রথম যেদিন শ খানেক মানুষ ঘিরে ধরে ওর অটোগ্রাফ নিলো ইতোর বয়স তখন মাত্র ১০৷ অটোগ্রাফ কী তা-ই ভালো করে বোঝে কিনা সন্দেহ৷ তবু দিতে হলো অটোগ্রাফ৷ তখন এমন কাজ করে ফেলেছে যা বড় বড় তারকাও কোনোদিন পারেননি৷ কেউ চাইলে তখন অটোগ্রাফ না দিয়ে পারা যায়? দু বছর আগের সেই দিনে ছিল চাইনিজ তাইপে জুনিয়র অ্যান্ড ক্যাডেট ওপেন চ্যাম্পিয়নশিপের ফাইনাল৷ বয়স মাত্র ১০ হলে কি হবে, সেই বয়সেই অনেক বড় বড় মেয়েদের হারিয়ে জাপানের মিমা ইতো উঠে গিয়েছিল অনূর্ধ্ব ১৫ আর অনূর্ধ্ব ১৮-র ফাইনালে৷ ফাইনালেও জিতে হয়ে গিয়েছিল চ্যাম্পিয়ন৷ এইটুকুন এক মেয়ের চোখ ধাঁধানো খেলা দেখে অটোগ্রাফ নেয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিল সবাই৷

গত সপ্তাহান্তেও ঘটেছে একই ঘটনা৷ এবার আবার জাপান থেকে গিয়ে চাইনিজ তাইপে জুনিয়র অ্যান্ড ক্যাডেট ওপেনে তার চেয়ে অনেক বড়দের হারিয়ে অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ১৮র চ্যাম্পিয়ন হয়েছে মিমা ইতো৷ অটোগ্রাফ নেয়া, সাক্ষাৎকার নেয়ার জন্য সাংবাদিকদের ছুটোছুটি – সবই হয়েছে দু বছর আগের মতো৷ একটা প্রশ্ন শুনে মন খারাপ হয়ে গিয়েছিল ইতোর৷ আগামী বছর যুব অলিম্পিক হবে চীনের নানজিং শহরে৷ ইতোর ইচ্ছে ছিল সেখানে অংশ নেয়ার৷ কিন্তু বয়স খুব কম বলে সুযোগ দেয়া হচ্ছে না তাকে৷ এ নিয়ে আক্ষেপ করার পর অবশ্য বড় একটা লক্ষ্যের কথা জানিয়ে দিয়েছে মিমা ইতো৷ জাপানের ১২ বছর বয়সি বিস্ময় বালিকা জানিয়েছে তার চোখ এখন ২০১৬ সালে ব্রাজিলে হতে যাওয়া অলিম্পিক গেমসের দিকে৷ তখন তার বয়স হবে ১৫৷ টেবিল টেনিস বিশ্ব কি তখন ১৫ বছর বয়সি এক অলিম্পিক চ্যাম্পিয়নকে দেখবে?

এসিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য