1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হ্যাপি কফিনে শুতে চান ?

২৮ সেপ্টেম্বর ২০১০

‘কফিন’ শব্দটা শুনলেই যেন কেমন লাগে৷ কেমন এক অজানা ভয় ভয় অনুভূতি, তাইনা? কিন্তু ‘হ্যাপি কফিনস’-এর কথা কী কেউ শুনেছেন কখনো?

https://p.dw.com/p/POor
বিভিন্ন ডিজাইনের কফিন বক্সছবি: dpa

সিঙ্গাপুরের একটি দাতব্য প্রতিষ্ঠান মৃত্যু বা কফিন সম্পর্কিত ট্যাবু ভাঙতেই বা চ্যালেঞ্জ করতেই তৈরি করেছে ‘হ্যাপি কফিন' বা সুখী কফিন৷

তিন ধরণের রঙচঙে কফিন তৈরি করেছেন সেখানকার সেবাসদনের বাসিন্দারা৷ মৃত্যু বা মৃত্যুকে ঘিরে যে ট্যাবু রয়েছে, তাকে চ্যালেঞ্জ করার জন্যে প্রচারণার একটি অংশ হিসেবে এই কফিন তৈরি করা হয়েছে৷ লিয়েন ফাউন্ডেশন নামের এই দাতব্য প্রতিষ্ঠানটি বলছে, কফিন মানেই ভয়ের প্রতীক – এই ধারণা বদলানোর জন্যেই পদক্ষেপটি হাতে নেওয়া হয়েছে৷

ঐ সেবাসদনের বাসিন্দা এলিসি চুয়া৷ তিনি বলেন, ‘আমি আমার চির প্রস্থান নিয়ে ভয় পাই না৷' সিঙ্গাপুরের অংকন শিল্পীদের সঙ্গে তিনি তাঁর নিজের কফিনের নকশা তৈরিতে অংশ নিয়েছেন৷ চুয়া বলেন, নিজের কফিনের নকশার ধরণটি ঠিক করা এবং আমার মৃত্যুর আগেই তা দেখে যাওয়া, এক অর্থবহ ব্যাপার৷ নিজের নিজের কফিনের নকশা করার জন্যে জনগণকে উদ্বুদ্ধ করতে এই পদক্ষেপ কাজে লাগতে পারে৷

দাতব্য প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী লী পোহ ওয়াহ বলেছেন, আমরা যদি পোশাক থেকে শুরু করে চকলেট পর্যন্ত সবকিছুর নকশা তৈরি করতে পারি, তাহলে কফিনের নকশা করতে বাধা কোথায়? বিশেষ করে যেটি আমাদের ব্যক্তিত্ব, স্বপ্ন আর জীবনধারনের প্রতিচ্ছবি হয়ে থাকবে?

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন