1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘হোন্ডা’য় চড়ে জাপানের বিশ্ব জয়!

১৫ জুন ২০১০

অপরিকল্পিত আর উত্তেজনাহীন খেলায় ক্যামেরুনকে হারিয়ে দেশের বাইরে প্রথমবারের মত বিশ্বকাপের কোনো খেলায় জয় পেলো জাপান৷ তবে কোনো দলের খেলাই মন ভরাতে পারেনি দর্শকদের৷ কারণ বেশিরভাগ সময়ই বল ছিল মাঝ মাঠে৷

https://p.dw.com/p/Nqmo
হোন্ডা’র (১৮ নম্বর জার্সি পরিহিত) সেই গোলছবি: AP

প্রথমার্ধের অর্ধেক সময় পর্যন্ত খেলা এমনই ছিল যে, কোনো দলই পরিস্কার কোন গোলের সুযোগ সৃষ্টি করতে পারেনি৷ তবে শেষের দিকে এসে জাপান কিছুটা চেপে ধরে ক্যামেরুনকে৷ আর তারই ফল ৩৯ মিনিটের গোল৷ এসময় ডান দিক থেকে ক্রস করেন জাপানের দায়সুকে মাতসুই৷ সেই ক্রস ক্যামেরুনের দুই খেলোয়াড়ের মাথার উপর দিয়ে ছোট বক্সে গিয়ে পড়ে কিসুকে হোন্ডার পায়ে৷ আর তা থেকে গোল করতে ভুল করেননি হোন্ডা৷ এরপর ক্যামেরুন বার কয়েক পাল্টা আক্রমণ করেছিল বটে৷ কিন্তু গোল শোধ করতে পারেনি৷

দলের এমন খেলায় স্বাভাবিকভাবেই খুশি হতে পারেননি ক্যামেরুনের কোচ পল লে গুয়েন৷ খেলা শেষে তিনি বলেন, আমাদের আসলে যা সামর্থ্য তা দেখাতে ব্যর্থ হওয়ায় আমি খুব হতাশ৷ উল্লেখ্য, এই ক্যামেরুন ১৯৯০-এর বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল৷ আর ওটাই হলো এখন পর্যন্ত বিশ্বকাপে আফ্রিকার কোনো দলের সেরা সাফল্য৷ এবার বিশ্বকাপ শুরুর আগে কোচ গুয়েন দলকে অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ার আশা করেছেন৷ তাই প্রথম ম্যাচেই এমন পারফরম্যান্সে খুশি না হওয়াটাই স্বাভাবিক নয়কি?

আর ওদিকে জাপানের কোচ তাকেশি ওকোদা খেলা শুরু হওয়ার আগে বলেছিলেন যে, শক্তিশালী ক্যামেরুনের বিরুদ্ধে তাঁরা একটা ‘দল' হয়ে খেলবে৷ আর মাঠে তা করে দেখানোয় জাপানের খেলোয়াড়রা ক্যামেরুনের খেলোয়াড়দের চেয়ে উচ্চতায় ছোট ও কম শক্তিশালী হওয়ার পরও জয় পেলো৷

এদিকে গ্রুপ ই'র অন্য খেলায় হল্যান্ড হারিয়েছে ডেনমার্ককে৷ কিন্তু কোয়ালিফাইং রাউন্ডে কোনো ম্যাচ না হারা ইউরোপের একমাত্র দল হল্যান্ডের খেলায় খুশি হতে পারেননি সমর্থকরা৷ কারণ তারা যে এবার বিশ্বকাপ জেতার আশা করছেন৷ তাই ডেনমার্কের বিরুদ্ধে হল্যান্ডের দুই গোলের জয়ে তারা হতাশ৷ কারণ এই দুই গোলের মধ্যে একটি আবার আত্মঘাতী৷ তবে শুধু খেলার ফলাফলই নয়, মাঠের খেলায়ও হল্যান্ড এমন কিছু করে দেখাতে পারেনি যাতে মনে হতে পারে যে দলটি বিশ্বকাপ জয় করতে এসেছে৷ খেলা শেষে দলের কোচ বেয়ার্ট ফন মারভিক স্বীকারও করেছেন সেকথা৷ তিনি বলেন যে, তারা সুন্দর খেলা উপহার দিতে পারেননি৷ তবে জয় পাওয়ায় তিনি খুশি৷ মারভিক আশা করছেন, পরের খেলায় তারকা খেলোয়াড় আরইয়েন রবেন ফিরে আসবেন এবং তখন তারা আরও ভাল খেলতে পারবেন৷ আর ওদিকে ডেনমার্কের কোচ মর্টেন ওলসেন হল্যান্ডের খেলায় খুশি হলেও বলেছেন, চ্যাম্পিয়ন হতে হলে আরও ভাল খেলতে হবে তাদের৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম