1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই ক্রিকেটারের জরিমানা!

১ ডিসেম্বর ২০১৬

‘মারাত্মক শৃঙ্খলা ভঙ্গের' অভিযোগে দুই ক্রিকেটারকে রেকর্ড জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)৷ নিজেদের হোটেল রুমে নারী অতিথিদের নিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে এই শাস্তি ঘোষণা করা হয়েছে বলে লিখেছে একটি জাতীয় দৈনিক৷

https://p.dw.com/p/2TYYH
বাংলাদেশ ক্রিকেট দল
ছবি: Reuters/D. Gray

পেস বোলার আল-আমিন হোসেন এবং ব্যাটসম্যান সাব্বির হোসেনকে পনের হাজার মার্কিন ডলার করে জরিমানা করা হয়েছে৷ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টোয়েন্টিটোয়েন্টি টুর্নামেন্ট চলাকালে ‘গুরুতর শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে' জড়ানোর অভিযোগে তাদের এই শাস্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি৷

তবে ঠিক কিভাবে তারা শৃঙ্খলা ভঙ্গ করেছেন সেটা জানায়নি বিবিসি৷ বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণে উল্লেখ করা হয়েছে যে, হোটেল রুমে নারী অতিথি নিয়ে যাওয়ায় এই শাস্তির মুখে পড়েছেন জনপ্রিয় এই দুই ক্রিকেটার৷ বিবিসি জানিয়েছে, খেলোয়াড়দের জাতীয় দলের খেলোয়াড় হিসেবে তাদের দায়িত্বের কথা আবারো স্মরণ করিয়ে দেয়া হয়েছে৷ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে তাদের আরো কঠোর শাস্তি দেয়া হবে বলেও জানানো হয়েছে৷

প্রসঙ্গত, ভারতের জাঁকজমকপূর্ণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আদলে শুরু করা হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)৷ তবে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির কারণে বিপিএল কিছুটা আকর্ষণ ও গুরুত্ব হারিয়েছে৷ সর্বশেষ দলের ক্রিকেটারদের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ তুলেছেন বরিশাল বুলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও গায়ক আসিফ আকবর৷ জবাবে সেই দলের অধিনায়ক মুশফিকুর রহিম আসিফকে ‘পাগল' আখ্যা দিয়েছেন৷ টুর্নামেন্টের চলতি আসরে অংশ নিচ্ছে সাতটি ফ্র্যাঞ্চাইজি, যেগুলোতে পাকিস্তানের শহীদ আফ্রিদি, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং শ্রীলঙ্কার কুমারা সাঙ্গাকারার মতো নামী খেলোয়াড়রাও খেলছেন৷ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এখন অবধি সবচেয়ে বড় জরিমানা করা হলো সাব্বির এবং আল-আমিনকে৷ বিপিএল থেকে পাওয়া অর্থের পঞ্চাশ শতাংশ দিতে হবে আল-আমিনকে৷ সাব্বিরও দিচ্ছেন সমপরিমান জরিমানা৷ তবে তাঁর ক্ষেত্রে সেটি বিপিএল থেকে পাওয়া অর্থের ত্রিশ শতাংশ৷ এর আগে আফগান খেলোয়াড় মোহাম্মদ শাহজাদের সঙ্গে খেলা চলাকালে বিবাদে জড়ানোয় ১৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা দিয়েছেন তিনি৷ সেই ঘটনায় মোহাম্মদকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে৷ তিনি তাঁর ব্যাট দিয়ে সাব্বিরকে আঘাত করেছিলেন৷

 

 

এআই/এসিবি (এএফপি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য