1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হোঁচট খেল ডর্টমুন্ড, আশায় আছে লেভারকুজেন

২৪ এপ্রিল ২০১১

লিগ শিরোপা জয়ের উৎসবের জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বোরুসিয়া ডর্টমুন্ডকে৷ পয়েন্ট টেবিলের তলায় থাকা বোরুসিয়া মোয়েনশেনগ্লাডবাখের কাছে তারা হেরে গেছে ১-০ গোলে৷ ফলে এখনও লিগ টাইটেলের স্বপ্ন দেখছে বায়ার লেভারকুজেন৷

https://p.dw.com/p/1135H
ডর্টমুন্ড এবং মোয়েনশেনগ্লাডবাখ দলের ম্যাচের একটি মুহুর্তছবি: dapd

দ্বিতীয় অবস্থানে থাকা লেভারকুজেনের চেয়ে এই মুহূর্তে পাঁচ পয়েন্টে এগিয়ে রয়েছে বোরুসিয়া ডর্টমুন্ড৷ বুন্ডেসলিগায় তাদের ম্যাচ বাকি আরও তিনটি৷ তাই আজকের খেলায় জয় পেলে শিরোপা জয়ের উৎসবে মেতে উঠতে পারতো কোচ ইয়ুর্গেন ক্লপ এর দল৷ কিন্তু শিরোপা জয়ের গন্ধ পেয়েই কী না কে জানে, শনিবার ম্যাচের প্রথমার্ধে যেন খেই হারিয়ে ফেলেছিল ক্লপের ছেলেরা৷ আর এই সুযোগটাই পুরোপুরি কাজে লাগান মোয়েনশেনগ্লাডবাখের ক্যামেরুন থেকে আসা মোহাম্মাদু ইদ্রিসু৷ খেলার ৩৫ মিনিটের মাথায় তাঁর আচমকা গোলের পর যেন হুঁশ ফেরে বোরুসিয়ার৷ দ্বিতীয়ার্ধে দেখা গেল এবারের বুন্ডেসলিগার পুরনো বোরুসিয়া ডর্টমুন্ডকে৷ কিন্তু মোয়েনশেনগ্লাডবাখের গোলরক্ষক মারিও গোয়েটজে ছিলেন দুর্দান্ত৷ একের পর এক গোল চেষ্টা ঠেকিয়ে দিয়েছেন, এর পাশাপাশি রক্ষণভাগের খেলোয়াড়রাও ডর্টমুন্ডের স্ট্রাইকারদের কোন সুযোগ নিতে দেননি৷

Flash-Galerie Bundesliga 31. Spieltag 2010/11 Eintracht Frankfurt FC Bayern München
বায়ার্ন মিউনিখ এবং ফ্রাংকফুর্ট দলের ম্যাচছবি: dapd

এদিকে বোরুসিয়ার এই পরাজয়ে এখন আশা দেখছে বায়ার লেভারকুজেন৷ শনিবার হফেনহাইমের বিপক্ষে এক গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছে তারা৷ গত সপ্তাহে বায়ার্ন মিউনিখের কাছে পাঁচ গোল খেয়েও যে দমে যায়নি তারা, সেটি আজ বেশ বোঝা গেছে৷ আরও তিন ম্যাচ বাকি আছে, তাই এখনই দ্বিতীয় জায়গা নিয়ে সন্তুষ্ট নয় লেভারকুজেন৷

এদিকে লিগের তৃতীয় অবস্থান নিয়ে বেশ প্রতিদ্বন্দ্বিতা চলছে বায়ার্ন মিউনিখ এবং হ্যানোভারের মধ্যে৷ শনিবার অবশ্য মারিও গোমেজের শেষ মুহূর্তের পেনাল্টি গোলে ফ্রাংকফুর্টের বিরুদ্ধে হার ঠেকিয়েছে বায়ার্ন মিউনিখ৷ অন্যদিকে ফ্রাইবুর্গকে ৩-১ গোলে হারিয়েছে হ্যানোভার৷ বুন্ডেসলিগার তৃতীয় দলটি খেলার সুযোগ পাবে আগামী চ্যাম্পিয়ন্স লিগে৷ লিগ শিরোপার আশা বাদ দিয়ে হ্যানোভার এবং বায়ার্নের আপাতত টার্গেট সেটাই৷ হ্যানোভারের পয়েন্ট ৫৭, আর বায়ার্ন এক পয়েন্ট কম নিয়ে তার পেছনেই৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য