1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হেনা আক্তারের দ্বিতীয় দফা ময়না তদন্ত

৯ ফেব্রুয়ারি ২০১১

বাংলাদেশে ফতোয়াবাজদের দোররায় নিহত হেনা আক্তারের দ্বিতীয় দফা ময়না তদন্ত রিপোর্ট আজ হাইকোর্টে জমা দেয়া হয়েছে৷

https://p.dw.com/p/10EJj
ফাইল ছবিছবি: dpa

আগামীকাল আদালতে রিপোর্টের ওপর শুনানি হবে৷ এই রিপোর্টে হেনার শরীরে নির্মম আঘাতের চিহ্নের কথা বলা হয়েছে৷ আর গ্রেফতার হয়েছে প্রধান আসামি মাহবুব খান৷

আদালতের নির্দেশে হেনা আক্তারের লাশের দ্বিতীয় দফা ময়না তদন্ত হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ হেনা আক্তারকে দোররা মেরে হত্যার ঘটনায় দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্টে তার শরীরে আঘাত এবং এবং ক্ষত চিহ্নের কথা বলা হয়েছে৷ আদালত রিপোর্ট পাওয়ার পর বলেছেন, এটি আলোচিত ইয়াসমিন হত্যাকাণ্ডের মতই একটি নির্মম ঘটনা৷ যা সাংবাদিকদের জানান ডেপুটি এটর্নি জেনারেল আলতাফ হোসেন৷

হেনা আক্তারকে হত্যার পর শরিয়তপুর সদর হাসপাতালে প্রথম যে ময়না তদন্ত হয়েছিল, তার সঙ্গে দ্বিতীয় ময়না তদন্ত রিপোর্টের আকাশ পাতাল পার্থক্য রয়েছে৷ প্রথম দফা ময়না তদন্তে হেনার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই বলে উল্লেখ করা হয়েছিল৷ আদালত এতে বিস্ময় প্রকাশ করেন৷

আগামীকাল এই ময়না তদন্ত রিপোর্টের ওপর হাইকোর্টের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বিচারপতি জাকির হোসেনের আদালতে শুনানি হবে৷ শুনানির সময় হেনার বাবা দরবেশ খাঁ এবং মা মিনু বেগমকে আদালতে হাজির করতে নির্দেশ দেয়া হয়েছে জেলা প্রশাসনকে৷

এদিকে এই দোররা মেরে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মাহবুব খানকে পুলিশ গ্রেফতার করছে৷ তাকে আজ ভোররাতে ঢাকার অদূরে সাভারের একটি গ্রাম থেকে পলাতক অবস্থায় আটক করা হয়৷ আজই তাকে শরিয়তপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে৷ আর দ্বিতীয় দফা ময়না তদন্ত শেষে হেনার লাশ তার গ্রামের বাড়ি শরিয়ত পুর জেলার নড়িয়ার চামটা গ্রামে দাফন করা হয়েছে৷ গত ৩১শে জানুয়ারি হেনাকে দোররা মেরে হত্যা করা হয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন