1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হেনার মৃত্যু নিয়ে সরব আন্তর্জাতিক গণমাধ্যম

৫ ফেব্রুয়ারি ২০১১

নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে৷ রয়েছে হেনার মৃত্যু নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত খবরের বিবরণ৷ লবণাক্ততা বাড়ায় ফসলের ক্ষতি আর মাশরাফির মাঠে ফেরার গল্প৷

https://p.dw.com/p/10BCV
গ্রামাঞ্চলের নারীরা এখনো অধিকারবঞ্চিত (ফাইল ফটো)ছবি: picture-alliance/dpa

নিপা ভাইরাস

লালমনিরহাটের হাতীবান্ধায় নিপা ভাইরাসের সংক্রমণে ১৪ ব্যক্তি নিহতের খবর নিশ্চিত করেছে সরকার৷ এই খবরটিকে গুরুত্ব সহকারে প্রকাশ করেছে গণমাধ্যম৷ দৈনিক প্রথম আলো লিখেছে, ‘এনকেফালাইটিসের কারণ নিপা ভাইরাস'৷ এই ভাইরাসের সংক্রমণে মস্তিষ্কে প্রদাহ দেখা দেয়৷ বিজ্ঞানীরা এই ভাইরাসের জন্য বাদুড়কে দায়ী করছেন৷ আপাতত, তাই সাধারণ মানুষকে কাঁচা খেজুরের রস পান থেকে বিরত থাকতে বলছেন চিকিৎসকরা৷ একই বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘লালমনিরহাটে নিপা ভাইরাসের সংক্রমণ'৷সরকারি হিসেবে নিপা ভাইরাসজনিত জ্বরে মৃতের সংখ্যা ১৪ হলেও, স্থানীয় মানুষের দাবি মৃতের প্রকৃত সংখ্যা ১৯ ৷

ধর্ষক ও ফতোয়াবাজরা আটক হয়নি

দৈনিক প্রথম আলো হেনা বিষয়ে একটি সংবাদ প্রকাশ করেছে৷ শিরোনাম, ‘হেনাদের পক্ষে সমাজ নেই, প্রশাসন নেই, রাষ্ট্রও নেই'৷ লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ গিয়েছিলেন হেনার বাড়িতে৷ তাঁর মতে, সমাজ-নেতাদের থেকে হেনা বিচার পায়নি৷ যদি রাষ্ট্র থেকেও তার বাবা বিচার না পান এবং ধর্ষকসহ যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা যদি আবার সমাজে সদর্পে ঘুরে বেড়ায়, তা হলে তা হবে রাষ্ট্রের চরম ব্যর্থতা৷ বলাবাহুল্য, হেনার মৃত্যুর এই খবর দেশি গণমাধ্যম ছাড়াও দ্য গার্ডিয়ান, দ্য সান, ওয়াশিংটন পোস্টসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদপত্রে প্রকাশ হয়েছে৷

লবণাক্ত এলাকা

দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘দক্ষিণাঞ্চলে লবণাক্ততা'৷ দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ত এলাকা বৃদ্ধি পাওয়ায় অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে৷ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ কৃষকরা৷ ফলে কৃষি উৎপাদনও কমে যাচ্ছে৷ এভাবে চলতে থাকলে আগামী কয়েক দশকে তিন কোটি মানুষের জীবন বিপন্ন হতে পারে৷

মাঠে মাশরাফি

‘পুরো দশ ওভারই বল করবেন মাশরাফি' - শিরোনাম দৈনিক কালের কণ্ঠের৷ আজ শনিবার আবহনীর হয়ে মাঠে নামছেন মাশরাফি বিন মর্তুজা৷ চোটের কারণে বিশ্বকাপ থেকে বাদ পড়া এই পেসার শনিবারের ম্যাচে নিজের সুস্থতা প্রমাণের চেষ্টা করবেন৷ এজন্য শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত মাশরাফি৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী