1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘হেড’ করার জন্যই ক্রমশ টাক পড়ছে রুনির মাথায়

১২ মার্চ ২০১০

বয়স মাত্র চব্বিশ বছর৷ এর মধ্যেই মাথার চুল প্রায় শূণ্য হয়ে আসছে ব্রিটিশ তারকা ফুটবলার ওয়েন রুনির৷ এর কারণ হল বেশি বেশি হেড করে গোল করা৷ ফিফার সাংবাদিক সম্মেলনে মজা করেই কথাটা বলেছেন রুনি স্বয়ং৷

https://p.dw.com/p/MQiG
গোল করার পর রুনিকে অভিনন্দন জানাচ্ছেন অন্যরাছবি: AP

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম এসি মিলানের বুধবারের চ্যাম্পিয়নস লিগের খেলার ফলাফল ছিল ম্যঞ্চেস্টার বা ম্যান ইউ-র পক্ষে ৪-০৷ ওল্ড ট্রাফোর্ডের এই ম্যাচের চারটে গোলের মধ্যে রুনি একাই দিয়েছেন দুটো৷ চলতি মরশুমে বড়োমাপের ফুটবলে রুনির মোট গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৷ সবকিছু মিলিয়ে বলা যেতে পারে রুনির কেরিয়ারে সুদিন চলছে এখন৷ আসন্ন ফুটবল বিশ্বকাপে কিছু করে দেখাতেও টগবগ করছেন এই তরুণ৷

বুধবারের মিলানের বিরুদ্ধে ম্যাচে রুনির প্রথম গোলটা ছিল দৃষ্টিনন্দন৷ চমত্কার ‘হেড' করে বল জড়িয়ে দিয়েছিলেন তিনি মিলানের জালে৷ ফিফার প্রোমোশনাল সাংবাদিক সম্মেলনে এসে বৃহস্পতিবার সন্ধ্যায় সেই দারুণ গোলটার কথা বলতে গিয়ে রুনি বলেছেন, আজকাল প্রচুর ‘হেড' প্র্যাকটিশ করছি৷ সেই প্র্যাকটিশ বেশ কাজেও দিচ্ছে৷ তার ফলাফল তো দেখাই যাচ্ছে৷ কিন্তু, মাথা যে শূণ্য হয়ে যাচ্ছে, তার বেলা ? রুনির রসিকতা, ‘তাতে তো কিছু করার নেই৷ আমার ধারণা মাথার মাঝখানের চুল কমে যাওয়ার পর থেকে আমার হেডগুলো সোজা গোলে গিয়েই পৌঁছে যাচ্ছে৷ আসল কথা হল গোল৷ আর সেটা পেয়েই আমি খুশি৷'

আসল কথা গোল যদি হয়, তাহলে আসন্ন দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপে রুনির কাছে কী প্রচুর গোলের প্রত্যাশা করতে পারে ইংল্যন্ড ? ফিফার সাংবাদিক সম্মেলনে এ প্রশ্ন অবশ্যই উঠবে যে তাতো জানা কথাই৷ প্রশ্নটা উঠেছে আর সেইসঙ্গে সাংবাদিকরা জানতে চেয়েছেন, রুনি এই কারণে কোন বিশেষ চাপের মধ্যে আছেন কিনা৷ এবং জবাব দিতে গিয়ে রুনি বলেছেন, তিনি আদৌ চাপ বোধ করছেন না৷ বলেছেন, ‘ষোল বছর বয়সে যেদিন এভারটনের হয়ে খেলতে নেমেছিলাম, আর তারপরে সতেরো বছরে ইংল্যন্ডের জাতীয় দলের হয়ে, আমার কাছে গোলের প্রত্যাশা তখন থেকেই করে আসছে সকলে৷ তাই গোল করা নিয়ে আমি আর চাপ বোধ করি না৷' প্রচুর প্র্যাকটিশ করে নিজেকে আরও যোগ্য করার চেষ্টা চালাচ্ছি, বলেছেন রুনি৷ বলা বাহুল্য, ইংল্যন্ডের সমর্থকরা তাদের এই তরুণ প্রতিভার সেরা খেলা দেখার জন্য মুখিয়ে আছেন আসন্ন বিশ্বকাপে৷ সেখানে রুনিকে ঘিরে অনেকটাই প্রত্যাশা সকলেরই৷

প্রতিবেদন-সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - জাহিদুল হক