1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিন্দু আশ্রমে পদদলিত হয়ে অন্তত ৬৩ নিহত ভারতে

৪ মার্চ ২০১০

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের একটি হিন্দু আশ্রমে বৃহস্পতিবার প্রচন্ড ভীড়ের মধ্যে পদদলিত হয়ে ৩৭ জন শিশুসহ কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছে৷ স্থানীয় পুলিশ কর্মকর্তা ব্রিজ লাল এবং বার্তা সংস্থাগুলি জানিয়েছে এ তথ্য৷

https://p.dw.com/p/MJNK
যোধপুরের সেই ঘটনার মতো এবারও ঘটনা সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকেছবি: AP

উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ শহরের প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বা এলাহাবাদ শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত প্রতাপগড় জেলায়, বিখ্যাত রাধা-স্বামী আশ্রমে দুর্ঘটনাটি ঘটে৷ বৃহস্পতিবার দুপুরে সেখানে ছিল সর্ব-সাধারণের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা৷ শুধু তাই নয়, স্থানীয় এক ধর্মগুরু ক্রিপালুজি মহারাজ নিজে উপস্থিত থেকে সেই খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করেছিলেন৷ তাই স্বাভাবিকভাবেই, এদিন সেখানে উপস্থিত হয় প্রায় দশ হাজার মানুষ - বিনে পয়সায় খাওয়া আর নিজ চোখে সাধুবাবা'কে দেখার জন্য৷

কিন্তু হঠাৎ করে, আশ্রমের সিংহ দরজা এবং ছাদের একটি অংশ ভেঙে পড়লে, লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ আর তারপরেই, ছোটাছুটির মধ্যে পদপিষ্ট হয়ে এই হতাহতের ঘটনা ঘটে৷ পুলিশ জানায়, মন্দিরে ভীড়ের চাপে পদদলিত হয়ে অন্তত ৬৩ ব্যক্তি প্রাণ হারিয়েছে৷ এদের মধ্যে ৩৭ জন শিশু ও ২৬ জন নারী রয়েছে বলেও জানিয়েছে তারা৷ এছাড়া, আহত হয়েছে আরো বহু মানুষ৷ তাদের মধ্যে ২৫ জনকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েচে৷ তবে আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরতর এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

উল্লেখ্য, মন্দিরে বা আশ্রমে পদদলিত হয়ে হতাহতের ঘটনা প্রায়ই ঘটে থাকে ভারতে৷ ২০০৮ সালের অক্টোবর মাসে উত্তর-পশ্চিম ভারতের যোধপুর শহরের একটি হিন্দু মন্দিরে পদদলিত হয়ে অন্ততপক্ষে ২২০ জন মানুষ প্রাণ হারিয়েছিল৷

BdT Indien nach dem Unglück beim Naina Devi Tempel
২০০৮ সালে নয়না দেবী মন্দিরে পদদলিত হয়েও মারা গিয়েছিল বহু মানুষছবি: AP

প্রতিবেদন : দেবারতি গুহ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক