হিজাব পড়া | পাঠক ভাবনা | DW | 12.02.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

হিজাব পড়া

এ সপ্তাহের মোনালিসা পরিবেশনায় ফ্রান্সে আইন করে মুসলিম মেয়েদের বোরকা বা হিজাব পড়া নিষিদ্ধ করা প্রসঙ্গে শিরীন হাবিবীর একতরফা বক্তব্য ভালো লাগেনি৷ কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করে কথা বলা মোটেও সঙ্গত নয়৷

একই বিষয়ে লেখিকা আনা ইসলামের যুক্তিপূর্ণ ও বলিষ্ঠ সাক্ষাৎকারটি খুবই ভালো হয়েছে, তাঁকে ধন্যবাদ সেইসাথে ডয়চে ভেলেকেও ধন্যবাদ৷ মমতাজ বেগম , ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম, বাংলাদেশ৷

এ সপ্তাহের সবুজ পৃথিবীতে শুনলাম জলবায়ু সম্মেলন সম্পর্কে হাসান মাহমুদের সাক্ষাৎকার, ভালো লাগলোএবং সাহারা মরুভূমি নিয়ে তথ্যও ভালো লাগলো৷ সাহারা মরুভূমি নিয়ে আরো তথ্য জানতে চাই৷ অমিত বসু, ঘোষনগর, বাংলাদেশ৷

এ সপ্তাহের সবুজ পৃথিবী পরিবেশনাটি ভীষণ ভালো লাগলো৷ সাহারা মরুভূমির পরিবেশ উন্নয়ণ কর্মসূচি, কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের পর বাংলাদেশের ভাবনা নিয়ে মাননীয় প্রতিমন্ত্রীর সাক্ষাৎকার থেকে অনেক তথ্য জানতে পারলাম৷ মাইকেল হালদার, বিধান চন্দ্র ও কানন রানী টিকাদার, ভয়েস অব জার্মানি লিসনার্স ক্লাব, জলির পাড়, গোপালগঞ্জ, বাংলাদেশ৷