হায় রে রাষ্ট্র, হায় রে বাংলাদেশ! | পাঠক ভাবনা | DW | 17.01.2017
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

মতামত

হায় রে রাষ্ট্র, হায় রে বাংলাদেশ!

র‌্যাবের কয়েকজন অফিসারের কারণে ও আইনের শাসন না থাকায়ই দেশে খুন-গুম হচ্ছে এবং এ ধরনের ঘটনা কমছে না বলে মনে করেন কোনো কোনো পাঠক৷ নারায়ণগঞ্জে সাত খুনের মামলা সম্পর্কে এমন মন্তব্যই উঠে এসেছে ফেসবুক পাতায়৷

‘‘গণতন্ত্রহীন দেশে আইনের শাসন থাকে না৷ তাই এ ধরনের অপরাধ কমবার কোনো সম্ভাবনাই নেই৷'' এ মন্তব্যটি করেছেন ডয়চে ভেলের নিয়মিত পাঠক জলিলুর রহমান৷

সোমবার সাত খুনের মামলায় আওয়ামী লীগ নেতা নূর হোসেন এবং নারায়ণগঞ্জে র‌্যাবের তখনকার কম্যান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মাহমুদসহ ২৬ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত৷ ডয়চে ভেলের এই প্রতিনেদনটি পড়ে পাঠক আবুল কাশেম লিখেছেন, ‘‘এই কয়েকজন অফিসার পুরো সেনাবাহিনীর কলঙ্ক৷'' তাই এদের মতো মানুষদের খুঁজে বের করার অনুরোধ করেছেন আবুল কাশেম৷

র‌্যাবের কর্মকাণ্ড সম্পর্কে পরের মন্তব্যটি করেছেন পাঠক বুলবুল হাসান৷ তিনি লিখেছেন, ‘‘হায়রে রাষ্ট্র, হায়রে দেশ৷ যারা কিনা জনগণকে রক্ষা করছে (কথিত), তারাই হত্যা করছে৷ জবাবদিহিতা না থাকলে যা হয়, তাই হচ্ছে বাংলাদেশে৷''

প্রধান বিচারপতির স্বীকারোক্তির পরও তিন নেতার পুত্রত্রয়ের সন্ধান নেই বলে দুঃখ করেছেন জিনাত মহল মিশর৷ আর পাঠক আমিনুল ইসলাম মনে করেন, ‘‘যাদের মনে কোনো অপরাধবোধ নেই, অর্থাৎ যারা নীচু মনে মানুষ, তারাই এ সব কর্মকাণ্ড ঘটাচ্ছেন৷'' 

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন