1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হালাল খাবার ও ইসলামিক ব্যাংকিং এর পর এবার হালাল ভ্রমণ

২৩ আগস্ট ২০১০

হালাল খাবার ও ইসলামিক ব্যাংকিং এর কথা নিশ্চয়ই শুনেছেন৷ কিন্তু হালাল ভ্রমণ, এমনটা বোধহয় এখনও শোনেননি! এবার এমন ভ্রমণের কথাই শোনাচ্ছি৷

https://p.dw.com/p/OuDf
মুসলিম পর্যটকদের জন্য হালাল খাবারের ব্যবস্থা ছিলনাছবি: picture alliance / dpa

ফজল বাহারদীন৷ নামকরা একটি টেলিকম কোম্পানির নির্বাহী কর্মকর্তা ছিলেন৷ প্রায়ই ভ্রমণ করতেন৷ খাওয়ার সময় হলে মাংসের টোপলাটা বের করতেন তার লাগেজ থেকে৷ আর ভ্রমণের সময় এই কাজটা তাঁকে প্রতিদিনই করতে হতো৷ জন্মসূত্রে সিংহলী ৪৭ বছর বয়সী সিঙ্গাপুরের এই নাগরিককে দেশ-বিদেশের অনেক হোটেলে থাকতে হতো৷ কিন্তু সেখানকার রেস্তোরাঁগুলোতে তিনি কখনও মুসলিম পর্যটকদের জন্য হালাল খাবারের যথাযথ ব্যবস্থা দেখেননি৷ নামাজের জন্য সুনির্দিষ্ট কোনো ঘরও ছিলনা সেখানে৷ এমনকি মুসলিম পর্যটকরা যদি নামাজের সময় হোটেল কর্মীদের জিজ্ঞাসা করতেন, তারা এর কোনো জবাবও দিতে পারতেন না৷

Touristin in der Wüste Algerien
মুসলিম পর্যটকদের কেউ নামাজের সময় বলতে পারতেননাছবি: AP

বার্তা সংস্থা এএফপি'কে ফজল বললেন, ‘‘জীবনের অর্ধেক সময়ই আমাকে হোটেল ও বিমানে কাটাতে হয়েছে৷ কিন্তু একজন মুসলিম হিসেবে ট্রাভেল এজেন্সি ও হোটেলগুলোর কাছ থেকে আমি তেমন কোনো সার্ভিস পাইনি, যা আমাকে হতাশ করেছে৷''

‘‘এসব হোটেলে গেলে আপনি নামাজের সময় কখন, তা জানতে পারবেন না, নামাজ পড়ার জায়গা কোথায়, বলতে পারবেন না এবং হালাল খাবারও খুঁজে পাবেন না'' বললেন, ফজল৷

এসব সমস্যার মুখোমুখি হতে হতে ফজলের মাথায় অন্যরকম একটা ভাবনা আসে৷ ২০০৬ সালে চাকরিতে ইস্তফা দেন তিনি এবং মুসলিম পর্যটকদের এসব বিষয় মাথায় রেখে নিজেই একটা কোম্পানি দাঁড় করান৷ নাম দেন ‘ফজলস ক্রিসেনট্রেটিং প্রাইভেট লিমিটেড'৷ আর এই কোম্পানি দু'বছরের মধ্যেই বছরে একশ' বিলিয়ন মার্কিন ডলার আয়ের আশা করছে, বললেন তিনি৷

Künstliche Inseltwelt in Dubai
মধ্যপ্রাচ্যের পর্যটকদের কাছে হালাল ভ্রমণের চাহিদা রয়েছেছবি: AP

কোম্পানিটি বিশ্বাস করে, বিশ্বের মধ্যে একমাত্র তারাই মুসলিম পর্যটকদের আন্তরিকভাবে সহযোগিতা করে থাকে৷ এখন অনলাইনেও হালাল ভ্রমণের জন্য বুকিং দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে৷

ভ্রমণ ধারাভাষ্যকার ইয়ো সিউ হুন এএফপিকে বলছেন, ‘‘হালাল ভ্রমণের আসলেই চাহিদা আছে – বিশেষ করে দক্ষিণ-এশিয়া ও মধ্যপ্রাচ্যের পর্যটকদের কাছে৷''

এখন অনেক কোম্পানি পণ্য উৎপাদনের সময় হালাল বিষয়টির দিকে নজর রাখছেন৷ মাত্র কয়েক বছর আগে এটা শুরু হলেও হালাল ভ্রমণের বিষয়টি এখন ট্রেন্ডে পরিণত হয়েছে৷ সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনামের অনেক রেস্তোরাঁই এখন পর্যটকদেরকে এ বিষয়টিকে প্রাধান্য দিচ্ছে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন