1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাফ ছেড়ে বাঁচলেন সিংহলি অধিনায়ক সাঙ্গাকারা

২১ আগস্ট ২০১০

শ্রীলঙ্কার ক্রিকেট দলে ঘটে যাচ্ছে একের পর এক অপকর্ম৷ তবে কোনটি ঠিক কতটুকু অপকর্ম নাকি অঘটন – তা নিয়ে চলছে জোর আলোচনা৷ অবশ্য, রণদিভ এবং দিলশান ফেঁসে গেলেও পার পেয়ে গেছেন অধিনায়ক সাঙ্গাকারা৷

https://p.dw.com/p/Ot5v
অধিনায়ক সাঙ্গাকারাছবি: AP

গত সপ্তাহে ভারতীয় ব্যাটসম্যান বিরেন্দর শেওয়াগের শতক ঠেকাতে সুরাজ রণদিভের কৌশল দিয়েই ঘটনার শুরু৷ শেওয়াগের যখন ৯৯ রান, ঠিক তখনই ভারতের জয়ের জন্যও দরকার মাত্র এক রান৷ কিন্তু রণদিভ নো-বল করে বসে৷ ফলে দলের জয় হয় বটে, কিন্তু শেওয়াগ ছয় মারলেও তাঁর ভাগ্যে জোটেনি শতক৷ পরে ডিসপ্লে'তে দেখা গেছে, লাইন থেকে বেশ সামনে এসেই বল ছুঁড়েছিলেন সুরাজ৷

Virender Sehwag
বিরেন্দর শেওয়াগের শতক আটকে দিয়েছিল রণদিভছবি: AP

আর সেটি যে ইচ্ছাকৃতভাবেই শেওয়াগের শতক ঠেকানোর অপকৌশল ছিল, তাও ধরা পড়েছে দলের ভেতরের তদন্তের পর৷ ফলে এক ম্যাচের জন্য সাময়িকভাবে বরখাস্ত হন রণদিভ৷ সাথে করা হয়েছে তাঁর ম্যাচ ফি'র সমপরিমাণ জরিমানা৷ তবে এই ঘটনার জন্য রণদিভ একা নন, সাথে ফেঁসে গেছেন তিলকরত্নে দিলশানও৷ তদন্তে ধরা পড়ে, রণদিভকে ইন্ধন যোগানোর কাজটি নাকি করেছিলেন দিলশান৷ তাই তাঁরও ফি বাজেয়াপ্ত করা হলো৷ সাথে অধিনায়ক সাঙ্গাকারাকেও সতর্ক করে দেওয়া হয়েছে, এমন ঘটনা যেন আর কখনো না ঘটে সেজন্য৷

এদিকে, শুক্রবার অধিনায়ক কুমার সাঙ্গাকারা নিজেও পড়েন এক ঝামেলায়৷ ডাম্বালার মাঠে একটি দ্বিতীয় রানের জন্য ঘুরতে গিয়ে ধাক্কা খান ব্ল্যাক ক্যাপস বোলার নাথান ম্যাককালামের সাথে৷ বিষয়টিকে প্রাথমিকভাবে বিবেচনা করা হয় খেলোয়াড়ের আচরণবিধি লঙ্ঘন হিসেবে৷ ফলে সাঙ্গাকারাকে মাঠের বাইরে পাঠিয়ে দেন ম্যাচ রেফারি অ্যালান হার্স্ট৷

আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ – আইসিসি'র আচরণ বিধির দ্বিতীয় মাত্রার অপরাধ করেছেন সাঙ্গাকারা – এমন অভিযোগ তোলা হয় তাঁর বিরুদ্ধে৷ তবে ম্যাককালামের সাথে সাঙ্গাকারার ধাক্কা কি ইচ্ছাকৃত ছিল, নাকি নেহাতই দুর্ঘটনা? এনিয়ে চলে বেশ জল্পনা-কল্পনা৷ শেষে ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে শনিবার সিদ্ধান্ত জানালো আইসিসি৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ট্রাই-সিরিজ ম্যাচে আচরণবিধি ভঙ্গ করেন নি সাঙ্গাকারা বলেই রায় দেওয়া হলো৷ হাফ ছেড়ে বাঁচলেন সিংহলি অধিনায়ক৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: সঞ্জীব বর্মন