1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাইতিতে ঔষধ প্রদান সীমিত করেছে ডাব্লিউএইচও

১০ ফেব্রুয়ারি ২০১০

হাইতিতে বিনামূল্যে ঔষুধ প্রদানের ক্ষেত্রে কিছুটা পরবির্তন এনেছে ডাব্লিউএইচও৷ এখন থেকে শুধুমাত্র, সরকারি হাসপাতালগুলো পাবে এই বিনামূল্যের ঔষুধ৷ এদিকে, হাইতির সরকার ভূমিকম্পে নিহতের নতুন সংখ্যা ঘোষণা করেছে৷

https://p.dw.com/p/LxaH
ফাইল ফটোছবি: AP

মৃত ২ লাখ ৩০ হাজার

হাইতিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা আরো একবার বাড়ালো দেশটির সরকার৷ গত ১২ই জানুয়ারি সেখানে সাত মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছে কমপক্ষে ২ লাখ ৩০ হাজার মানুষ, বলেছেন হাইতির যোগাযোগ মন্ত্রী মারি-লাওরেন্স জেসিলিন৷ তার ভাষায়, নিহতের এই সংখ্যার মধ্যে বেসরকারি বা পারিবারিকভাবে যাদের সমাধিস্থ করা হয়েছে, তাদেরকে অন্তর্ভূক্ত করা হয়নি৷ ফলে, মৃতের এই সংখ্যা একেবারেই নিখুঁত নয়৷

বিনা পয়সায় ঔষধ নয়

এদিকে, মঙ্গলবার থেকে হাইতির দুর্গতদের জন্য ঔষধ সরবরাহে খানিকটা ভিন্ন পথ অবলম্বন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও৷ সংস্থাটি জানিয়েছে, এখন থেকে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং বেসরকারি সাহায্য সংস্থাকে ঔষধপত্র দেবে না ডাব্লিউএইচও৷ বিভিন্ন বেসরকারি কেন্দ্রে দেয়া এসব ঔষুধ বিক্রি করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে সংস্থাটির এই সিদ্ধান্ত৷ আর তাই, এখন থেকে শুধুমাত্র সরকারি হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে বিনামুল্যে ঔষধ সরবরাহ করবে ডাব্লিউএইচও৷

Haiti Erdbeben
ছবি: AP

এই প্রসঙ্গে সংস্থাটির মুখপাত্র মারিয়া-আগনেস হাইন জানিয়েছেন, কিছু কিছু হাসপাতাল থেকে অভিযোগ এসেছে যে, রোগীদের কাছ থেকে ঔষুধ বাবদ টাকা নেয়া হচ্ছে৷ এটি আমাদের চিকিৎসা সামগ্রীর অপব্যবহার৷

অভিযোগ ভুয়া কুপন!

অবশ্য, ডাব্লিউ এইচ ও-র এই সিদ্ধান্ত হাইতির ভূমিকম্প দুর্গতদের দুর্ভোগ আরো বাড়াবে বলেই মনে করছেন স্থানীয়রা৷ কারণ সাহায্যের পরিধি কমানোর এধরণের নজির দেখাচ্ছে আরো কিছু সংস্থা৷ গত সোমবার, জাতিসংঘ ভুয়া কুপন খুঁজে পাওয়ায় হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্সের প্রায় ১০,০০০ দুর্গতকে খাদ্য সাহায্য প্রদান স্থগিত করে৷ এরপর দুর্গতদের দেখা গেছে, ক্ষুধার যন্ত্রণায় পেটে হাত দিয়ে চিৎকার করতে৷

Haiti Erdbeben Flash-Galerie
ছবি: AP

২৭ দিন পর জীবিত উদ্ধার

এরই মাঝে, হাইতির আরেক ঘটনা নজর কেড়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের৷ সেখানে ভূমিকম্পের ২৭ দিন পরে ধংসস্তুপের মধ্য থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক ব্যক্তিকে৷ তাঁর পরিবারের দাবি, ভূমিকম্পের সময় ভাত রাঁধছিলেন ইভানস মনসিগ্রেস নামের ঐ ব্যক্তি৷ তবে, খাদ্য এবং পানীয় জল ছাড়া কিভাবে তিনি এতদিন বেঁচে রইলেন তার কোন ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি৷

হাইতিতে জোলি

হাইতির দুর্গতদের সহায়তায় শুরু থেকেই এগিয়ে এসেছিল হলিউড তারকারা৷ মঙ্গলবার হাইতিতে দেখা গেছে হলিউড তারকা এঞ্জেলিনা জোলিকে৷ তিনি সেখানে ভূমিকম্প দুর্গত শিশুদের একাধিক ক্যাম্প পরিদর্শন করেছেন৷ প্রসঙ্গত, জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করছেন এঞ্জেলিনা জোলি৷ তিনি এবং তাঁর স্বামী ব্র্যাড পিট হাইতির ভূমিকম্প দুর্গত মানুষদের সাহায্যের জন্য ডক্টরস উইদাউট বর্ডার্স সংগঠনকে দশ লক্ষ ডলার দান করেছেন৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার