হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় | পাঠক ভাবনা | DW | 05.05.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়

বর্তমানে আপনাদের সকালের অনুষ্ঠান ২৫ মিটার ব্যান্ডে বেশ ভাল শুনতে পাচ্ছি৷ এ সপ্তাহের ক্যাম্পাস পরিবেশনায় জার্মানির ....

হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়

হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়

বর্তমানে আপনাদের সকালের অনুষ্ঠান ২৫ মিটার ব্যান্ডে বেশ ভাল শুনতে পাচ্ছি৷
এ সপ্তাহের ক্যাম্পাস পরিবেশনায় জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত জেনে ভাল লাগলো৷ ধন্যবাদ এজন্য ডয়েচে ভেলেকে৷
হেলথ লাইন পরিবেশনায় ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব নিয়ে আলোচনাও আমাদের ভীষণ ভাল লেগেছে৷ ভাল থাকবেন সবাই৷ মোঃ সাইফুল ইসলাম, ইয়ূথ রেডিও ক্লাব, চাঁদনী বাজার, বগুড়া-৫৮০০ বাংলাদেশ

বাংলাদেশের রাজশাহী থেকে এফএম ব্যান্ডে প্রচারিত অনুষ্ঠান ভারতের মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ অঞ্চলে খুব ভালো শোনা যাচ্ছে৷ এই শুভ সংবাদের সূত্র ধরে বলি – আগামীতে ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান মুর্শিদাবাদ জেলায় আরো জনপ্রিয় হবে৷ হাতের মুঠোয় ধরা মোবাইল ফোনে ডয়চে ভেলের অনুষ্ঠান শুনতে শুনতে এই প্রজন্মের তরুণ তরুণীরা বলবে -সারা দুনিয়ার সব খবর এখন আমাদের হাতের মুঠোয়৷ ডাক্তার সিদ্ধার্থ ও চৈতালী সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

গত ২৩-০৩-১০ তারিখে ছবি খুঁজুন, পুরস্কার জিতুন ওয়েব সাইটে প্রকাশিত ফলাফল বিজয়ীতে আমার নাম দেখে আমি খুবই আনন্দিত এবং ০২/০৫/১০ তারিখে আপনাদের দেওয়া গিফট হিসেবে রাইটিং প্যাড পেয়েছি৷ এজন্য ধন্যবাদ৷

আমি ওয়েব সাইট ব্রাউজিং এর মাধ্যমে ২০০৯ সালে ডয়চে ভেলে ওয়েব সাইটটির সাথে পরিচিত হই এবং সেই থেকে প্রতিটি কুইজে অংশগ্রহণ করে আসছি৷ প্রতিদিন আমি পড়াশোনা ও কাজের ফাঁকে এই সাইটটি ভিজিট করার চেষ্টা করি৷ ডয়চে ভেলের ওয়েবসাইটটি বাংলাভাষীদের জন্য বাংলায় সংবাদ দেখতে ও পড়তে খুবই সহয়াক বলে মনে হয়৷ ডয়চে ভেলে বাংলা বিভাগের সম্পূর্ণ বাংলা সাইটটিতে সংবাদ ও অনান্য প্রতিবেদন আমার খুবই ভালো লাগে৷ তাই ডয়চে ভেলে বাংলা বিভাগকে আমি আবারও ধন্যবাদ জানাই৷ ডয়চে ভেলে বাংলা বিভাগে দেওয়া এটি আমার প্রথম চিঠি৷ প্রাপ্তি ‌‍স্বীকার করলে খুশি হব৷ নজমুদ্দিন চৌধুরী(অলি) (এল এল.বি এবং এম. ১ম পর্ব)ইর্শাদ মঞ্জিল, বন্ধন ডি/, আম্বরখানা বড়বাজার, সিলেট