1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হলিউড হার্টথ্রব জর্জ ক্লুনি ম্যালেরিয়া থেকে সেরে উঠেছেন

২২ জানুয়ারি ২০১১

ম্যালেরিয়া আক্রান্ত অবস্থা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন জর্জ ক্লুনি৷ দক্ষিণ সুদানের নির্বাচন পর্যবেক্ষণের সময়ে চলতি মাসের প্রথম দিকে ক্লুনি ম্যালেরিয়া আক্রান্ত হন৷ ক্লুনির সুস্থ হয়ে উঠার কথা জানিয়েছেন, তাঁরই মুখপাত্র৷

https://p.dw.com/p/100oZ
জর্জ ক্লুনিছবি: AP

৪৯ বছর বয়স্ক হলিউডের এই অভিনেতা প্রায়ই আফ্রিকার বিভিন্ন দেশ সফর করেন৷ দারফুর সংঘাত নিয়ে সচেতনতা বাড়াতে সহায়তা করতেই তিনি আফ্রিকায় যাতায়াত করেন৷ সিএনএন টক শো-কে দেওয়া এক সাক্ষাৎকারে হলিউড হার্টথ্রব এবং মানবাধিকার কর্মী ক্লুনি বলেন, সুদানে ভোট চলাকালেই তাঁর ‘‘খারাপ ১০টি দিন'' কেটেছে৷ অর্থাৎ ঐ সময়েই তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হন৷ ঐ সাক্ষাৎকারে ক্লুনি রসিকতা করে বলেন, ‘‘জুবার মশারা আমাকে দেখে হয়তো মনে করেছিল আমি তাদের জন্যে একটা বাধা৷'' যুদ্ধ অপরাধ এবং গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত, আইসিসি-র ওয়ান্টেড তালিকাভুক্ত সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির৷ জর্জ ক্লুনি রসিকতা করে বলেন, মশার কামড়ে তিনি আক্রান্ত হবার জন্যে বশিরকে দায়ী করা যেতে পারে৷

Sudan USA Schauspieler UN Friedensbotschafter George Clooney in Darfur
সুদানের দারফুরে জাতিসংঘের শান্তি পর্যবেক্ষক জর্জ ক্লুনিছবি: AP

হলিউড অভিনেতার মুখপাত্র জানিয়েছেন এবার নিয়ে দ্বিতীয়বারের মত ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন ক্লুনি৷

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা

সম্পাদনা:আরাফাতুল ইসলাম