1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হলিউড হতবাক, বিপর্যস্ত জাপানকে সাহায্যের ধুম

১৮ মার্চ ২০১১

রূপালি পর্দায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় দেখিয়েই ক্ষান্ত নয় হলিউড৷ জাপানে ভূমিকম্প ও সুনামির ফলে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যেও এগিয়ে আসছেন তারকারা৷

https://p.dw.com/p/10bnt
রেড ক্রস'কে ১০ লক্ষ ডলার দিয়েছেনছবি: AP

শহরের ভিড়ের উপর বিশালাকার ঢেউ আছড়ে পড়ছে, আগ্নেয়গিরির লাভা বসতির দিকে ধেয়ে চলেছে, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে – কম্পিউটারের স্পেশাল এফেক্টস'এর কল্যাণে এমন সব দৃশ্য হলিউডের পর্দায় বিরল নয়৷ কিন্তু বাস্তব যে রূপালি পর্দার চেয়েও ভয়াবহ হতে পারে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে টেলিভিশনের পর্দায় জাপানের ভূমিকম্প ও সুনামির অবিশ্বাস্য সব দৃশ্য৷ যা দেখে হলিউড হতবাক৷ প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে তুলে এখন হলিউড তারকারা হৃদয় ও পকেট উজাড় করে জাপানের মানুষকে সাহায্য করতে এগিয়ে আসছেন৷

এই তালিকার সবার উপরে আপাতত অভিনেত্রী সান্ড্রা বুলক'এর নাম৷ তিনি জাপানে ত্রাণের কাজে রেড ক্রস'কে ১০ লক্ষ ডলার দান করেছেন৷ সম্প্রতি অনেক বদনাম কুড়িয়েছেন অভিনেতা চার্লি শিন৷ মঞ্চে আসন্ন তাঁর সব শো'এর টিকিট থেকে ১ ডলার করে তিনি দেবেন রেড ক্রস'কে৷ পপ তারকা লেডি গাগা জাপানে ত্রাণের কাজে বিশেষ গহনা ডিজাইন করেছেন৷ ৪৮ ঘন্টার মধ্যে তার দাম আড়াই লক্ষ ডলার ছুঁয়ে ফেলেছে, বিক্রি এখনো চলছে৷ এগিয়ে আসছেন আরও অনেকে৷

শুধু ব্যক্তি নয়, হলিউডের প্রতিষ্ঠানগুলিও পিছিয়ে নেই৷ ওয়াল্ট ডিসনি এর আগেই ২৫ লক্ষ ডলার দান করেছে৷ প্রতিষ্ঠানের কর্মীরা আরও ১০ লক্ষ ডলার তুলে দান করবেন বলে জানিয়েছেন৷ ওয়ার্নার ব্রাদার্স ‘হিয়ারাফটার' ছবির ডিভিডি ও ব্লু রে ডিস্ক বিক্রির টাকা রেড ক্রস'এর হাতে তুলে দেবে বলে জানিয়েছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: জাহিদুল হক