1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হলিউড, বলিউড, সবই রাংতায় মোড়া

৩০ এপ্রিল ২০১০

হলিউড ওয়াক অফ ফেম’এ কোনো তারকার তারা বসানোর দাম ২৫,০০০ ডলার৷ জুলিয়া রবার্টস আবার বিশ্বের সেরা সুন্দরী৷ ওদিকে শাহরুখ খানের হাঁচি-কাশি, কিংবা ফারা খানের সঙ্গে তাঁর মনকষাকষি, এই সব নিয়েই চর্চ্চা৷

https://p.dw.com/p/NAVY
জুলিয়া রবার্টসছবি: AP

হলিউড চেম্বার অফ কমার্সের আনা মার্টিনেজ'এর নাম হয়তো শোনেননি৷ লোকে তাঁকে বলে স্টারগার্ল, কেননা হলিউড ওয়াক অফ ফেম'এ তারা দেওয়ার দায়িত্বটা তাঁরই৷ ২০ বছর ধরে এই কাজ করছেন৷ আনা জানিয়েছেন, প্রতিবছর জুন মাসে এক পাঁচ-সদস্যের কমিটি প্রায় ৩০০ মনোনয়ন থেকে ডজন দুয়েক বাছাই করে, পরের বছর যাদের ওয়াক অফ ফেম'এ তারা দেওয়া হয়৷ ফিল্ম স্টুডিও কিংবা কোনো গুণগ্রাহী দর্শক, সকলেই মনোনয়ন দিতে পারে, কিন্তু সঙ্গে ২৫,০০০ ডলারের একটি চেক থাকা চাই৷ স্টুডিও'রা চায় তাদের ছবি রিলিজ হবার সময় অভিনেতা কিংবা অভিনেত্রীর পাবলিসিটি৷ এবং ছবির বিজ্ঞাপনের বাজেটে ২৫,০০০ ডলার তো তাদের কাছে পী-নাটস৷

ওদিকে এককালের ‘প্রিটি উওমান' জুলিয়া রবার্টস এখন তিন সন্তানের জননী, বয়স ৪২ বছর৷ তবুও ভুবনমোহিনী হাসির জুলিয়া'কে আবার বিশ্বের সেরা সুন্দরী নির্বাচন করেছে ‘পিপল' ম্যাগাজিন৷ অবশ্য জুলিয়া এর আগেও তিনবার ঐ তালিকার শীর্ষে ছিলেন৷ মজা হল এই যে. যে মহিলার ছবি প্রতি পারিশ্রমিক নাকি বিশ না ত্রিশ মিলিয়ন ডলার, তাঁর কিন্তু এখনও হলিউড ওয়াক অফ ফেম'এ কোনো তারা নেই৷ বোধহয় ঐ পঁচিশ হাজারে বেঁধেছে৷

ওদিকে ভারতের বার্তামাধ্যমগুলোতে বলিউড সুপারস্টার শাহরুখ খানের হাঁচিকাশিরও খবর পাওয়া যায়৷ তাঁর ডাক্তার কিংবা এজেন্টকে জিজ্ঞাসা করার দরকার নেই, শাহরুখকে স্বয়ং সাক্ষাৎকারে ধরা তো আরো কষ্টসাধ্য৷ কিন্তু আজ টুইটারের যুগে ৪৪ বছর বয়সী খান নিজেই টুইট করে যাচ্ছেন: ‘ঠাণ্ডা লেগেছে, কিন্তু শরীরটা গরম৷ কথাগুলো ভেসে যাচ্ছে, আমি ঠাণ্ডা কিংবা গরম দিয়ে তাদের ছুঁলেই তারা গলে যাচ্ছে৷' - অন্যদিকে ‘ওম শান্তি ওম'-এ শাহরুখকে যিনি নাচ শিখিয়েছিলেন, সেই ফারা খান'কে ক্রমাগত ব্যাখ্যা করে যেতে হচ্ছে, তিনি তাঁর নতুন ছবি ‘তীস মার খান'-এ তাঁর এ্যাতোদিনের বন্ধু শাহরুখের পরিবর্তে অক্ষয় কুমার'কে নিলেন কি করে৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: আরাফাতুল ইসলাম