1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হলিউডে আবারও আসছে ম্যাট্রিক্স

৭ ফেব্রুয়ারি ২০১১

হলিউডে আধুনিক সায়েন্স ফিকশন ছবির ধারণাটাই যেন বদলে দিয়েছিল ‘ম্যাট্রিক্স’৷ ছবিটির প্রথম পর্বের পর পরের দুই পর্বও দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছিল৷ সেই কথা মনে রেখে আরও দুই পর্বের প্রস্তুতি চলছে বলে জানা গেছে৷

https://p.dw.com/p/10Bq5
ম্যাট্রিক্স ছবিতে কিয়ানু রিভসছবি: Jasin Boland/Fox Studios

একটা সময় ছিল যখন বিজ্ঞান কল্পকাহিনী নির্ভর ছবি বলতে বেশিরভাগ সময় অ্যালিয়েন কিংবা ভিন গ্রহের আগন্তুকের দৃশ্য ভেসে উঠতো৷ তবে সেই ধারাতে বড় ধরণের একটি পরিবর্তন আসে যখন ১৯৯৯ সালের মার্চ মাসে ম্যাট্রিক্স মুক্তি পায়৷ নতুন স্বাদের এই সায়েন্স ফিকশন এর পরের দুটি পর্ব ছিল ম্যাট্রিক্স রিলোডেড এবং ম্যাট্রিক্স রেভল্যুশন্স৷ সম্পূর্ণ ভিন্ন ধরণের কাহিনীর পাশাপাশি এই ছবিগুলোতে বুলেটের গতিতে অ্যাকশন স্লো মোশনে দেখানোর অভিনব দৃশ্য দেখে মুগ্ধ হন কোটি কোটি দর্শক৷ ম্যাট্রিক্স ছবির এই অ্যাকশন চিত্র বেশ জনপ্রিয় হয়েছে সিনেমা জগতে৷ ফলে পরবর্তীতেও একই রকম কৌশলের ব্যবহার দেখা যায় অনেক ছবিতে৷

Neo im Kampf mit Agenten
ম্যাট্রিক্স এর অ্যাকশন দৃশ্য সিনেমা জগতে নতুন ধারা তৈরি করেছেছবি: (Jasin Boland/Fox Studios)

সেই ম্যাট্রিক্সের নায়ক নিও আবারও হাজির হচ্ছেন পর্দায়, এমন খবরই শোনা যাচ্ছে৷ আরও দুই পর্ব নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ক্যানাডিয়ান অভিনেতা কিয়ানু রিভস ওরফে নিও৷ দিন কয়েক আগে তিনিই জানিয়েছেন যে ম্যাট্রিক্সের দুই সহোদর পরিচালক ল্যারি এবং অ্যান্ড্রু ওয়াচোভস্কি তাঁকে জানিয়েছেন যে নতুন পর্বের কাজ তাঁরা শুরু করেছেন৷

তবে চমক হিসেবে আরও একটি কথা শোনা যাচ্ছে তা হলো এবার ম্যাট্রিক্স আসবে থ্রিডি প্রযুক্তি নিয়ে৷ ইতিমধ্যে দুই পরিচালক নাকি দেখা করেছেন অ্যাভাটার ছবির পরিচালক জেমস ক্যামেরনের সঙ্গে৷ তবে এখনও থ্রিডি-র বিষয়টি নিয়ে কোন কিছু চূড়ান্ত হয়নি বলে জানা গেছে৷ তবে দর্শকরা আবারও নতুন কিছু দেখার জন্য যে মুখিয়ে থাকবে সেটা বলা যায়৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক