‘স্মৃতি বড় বেদনা’ | পাঠক ভাবনা | DW | 02.09.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘স্মৃতি বড় বেদনা’

ওয়েবসাইট খুললেই চোখে পড়ে, ‘ফিরে দেখা– ডাকে আসা চিঠির যুগ’ শিরোনামের ১০টি ছবি আর বর্তমান যুগের যোগাযোগের দিকে৷ ছবিঘরের ছবিগুলিতে দুই প্রজন্মের, দুই দেশের, দুইজন শ্রোতাবন্ধুর ছবি এবং কথাসহ গল্প পড়তে খুব ভালো লাগে৷

আমি সেই পুরনো স্মৃতি মনে করে আজও পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ রেখে চলি৷ এভাবেই লিখেছেন বিধান চন্দ্র টিকাদার, জলিরপাড়, গোপালগঞ্জ থেকে পাঠিয়েছেন এই ই-মেলটি৷

- ভাই বিধান, যা চলে গেছে তা নিয়ে তো আর ভেবে লাভ নেই বরং যা আছে বা নতুন হচ্ছে সেসব নিয়ে আলোচনা করলেই মনে হয় ভালো লাগবে৷ আপনি নিয়মিত আমাদের ওয়েবসাইট দেখেন জেনে ভালো লাগে৷ তাই আগে যেমন অনুষ্ঠান শুনতে অন্যদের উৎসাহিত করতেন, এখন ঠিক সেভাবেই অন্য বন্ধুদের ওয়েবসাইট পড়তে এবং আমাদের টিভি অনুষ্ঠান ‘অন্বেষণ' দেখতেও উৎসাহিত করতে পারেন৷ অনুরোধ করতে পারেন তাঁদের, আমাদের সাথে যোগাযোগ করতেও৷ ভালো থাকবেন এবং শুভেচ্ছা নেবেন আপনি ও আপনার বন্ধু ও পরিবারের সবাই৷

প্রাণপ্রিয় বন্ধু, সবকিছু মিলিয়ে ডয়চে ভেলের ওয়েবসাইট খুবই ভালো লাগে৷ আমরা জানি আপনাদের অনেক নারী পাঠক শ্রোতা আছে, তাই নারীদের জন্য রান্না, শিক্ষা ও নারী উন্নয়নমূলক বিষয়গুলো সংযোজন করবেন৷ এভাবেই অনুরোধ করেছেন পাবনা থেকে ডা. এস এম এ হান্নান৷

- ভাই হান্নান, নারী বিষয়ক অনেক কিছুই কিন্তু থাকে আমাদের ওয়েবসাইটে৷ তবে হ্যাঁ, জার্মানদের মজার মজার খাবারের রান্না নিয়ে আলোচনা বা রেসিপি দেওয়া যেতে পারে আগামীতে৷ একটি কথা কিন্তু এখানে না বললেই নয় যে, আজকের যুগে রান্না কিন্তু শুধু আর মেয়েদের ব্যাপার নয়৷ জার্মানিতে অনেক পুরুষই আজ-কাল নিয়মিত রান্না করেন৷

- ধন্যবাদ দু'জনকেই লেখার জন্য, এভাবেই সাথে থাকবেন, কেমন?

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন