স্বল্প পরিসরের ইনবক্স | পাঠক ভাবনা | DW | 26.08.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

স্বল্প পরিসরের ইনবক্স

ডয়েচে ভেলের প্রতিটি অনুষ্ঠানই আমার খুব ভালো লাগে৷ তবে এর মধ্যে সোমবার রাতের আয়োজনে হেল্থলাইন এবং বিজ্ঞান ডটকম পরিবেশনা দুটি ..

আমার প্রিয় অনুষ্ঠান৷ সোমবারে এই দুটি পরিবেশনাই শুনলাম এবং যথারীতি খুব ভালো লাগল কারণ পর্ব দুটিরই বিষয়বস্তু ছিল অত্যন্ত চিত্তাকর্ষক৷ এদিনের হেল্থলাইনের বিষয় ছিল ‘টিনিতুস’ নামক রোগ, তার কারণ ও সম্ভাব্য প্রতিকার সংক্রান্ত গবেষণার উপর বিস্তারিত আলোচনা৷ রোগটি সম্পর্কে এই প্রথমবার শুনলাম৷ নতুন বিষয় জানতে পেরে ভালো লাগলো৷

বিজ্ঞান ডট কমে আলোচিত হল আফ্রিকাতে তরুণ প্রজন্মের মধ্যে মারণব্যাধী এইডস্ এর বিস্তার সংক্রান্ত সাম্প্রতিক সমীক্ষা৷ জেনে ভালো লাগলো যে আফ্রিকাতে নতুন প্রজন্ম এই রোগটির ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল এবং সে কারণে এই রোগের বিস্তার নিম্নমুখী৷ অপরদিকে জার্মান গায়িকা নাদিয়ার কৃতকর্ম লজ্জাজনক এবং শাস্তিযোগ্য অপরাধ বলে মনে হয়৷ যাই হোক অনুষ্ঠানটি সময়োপযোগী হওয়ায় খুশি৷ অসীত ভট্টাচার্য্য, ভারত৷

প্রিয় জার্মান বেতার, শুরুতে আমাদের রেইনবো শ্রোতা সংঘের সকল সদস্য-সদস্যাদের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা গ্রহণ করুন৷ আশা করি আপনারা সবাই ভাল আছেন৷ আমরাও সবাই ভাল আছি৷ আমরা জার্মান বেতারের নিয়মিত শ্রোতা৷ তবে মাঝে মাঝে বিদ্যালয়ের পরীক্ষার জন্য চিঠিপত্র লেখাতে কিছুটা ছেদ পড়ে৷ কিন্তু অনুষ্ঠান শোনা থেকে বিরত রাখতে পারে না৷ আপনাদের প্রচারিত সকল অনুষ্ঠানই আমাদের খুব ভাল লাগে৷ তবে স্বল্প পরিসরের ইনবক্স – ক্লাব কর্নার ভাল লাগছে না৷ কারণ এত স্বল্প পরিসরে পর্যাপ্ত শ্রোতার চিঠি পড়া সম্ভব হচ্ছে না৷ তবুও কিছু কিছু শ্রোতার মন্তব্য শুনে মনে হয় যে, তাদের মূল কাজই হলো আপনাদেরকে তুষ্ট করা৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ, আমলাসদরপুর, বাংলাদেশ৷

প্রিয় ডয়চে ভেলে বাংলা বিভাগ, পত্রের প্রথমে ডয়চে ভেলে বাংলা বিভাগের কর্মরত সকল কর্মকর্তাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই৷ আমি ডয়চে ভেলে বাংলা বিভাগের একজন নিয়মিত শ্রোতা৷ অনেক দিন ধরে আমি ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান শুনে আসছি এবং ই-মেইল করছি কিন্তু কোন উত্তর পাইনি৷ আমার প্রোগ্রাম সিডিউল প্রয়োজন, আশা করি পাঠাবেন৷ মোঃ জাহাঙ্গীর বিশ্বাস বাড়ি ৪৫ , রোড ২৭ , সেক্টর ০৭ , উত্তরা , ঢাকা , বাংলাদেশ৷

আজ ওয়েবসাইটে ভালো লাগলো – টুইটার রানীমুকুট পরলেন লেডি গাগা৷ ছবিসহ চমৎকার প্রতিবেদন৷

সাংবাদিকদের ডায়েরি- শেষবারের মতো আপডেট হয়েছে ৯মে ২০১০এ৷

নতুন সংযোজন বুন্ডেসলিগা নিয়ে ডয়চে ভেলের বিশেষ আয়োজন যথেষ্ট আকর্ষণীয়৷

নতুন সংযোজন – মিস ইউনিভার্সের অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সত্যিই এক অসাধারণ প্রাপ্তি৷

সংস্কৃতি বিনোদন পাতায় স্লামডগ মিলিওনেয়ার- ভিডিও প্রতিবেদন আর প্রামাণ্য চিত্র কিরণ নাগরকার বহুদিন ধরে রয়েছে, ওদের বিদায় করুন৷ চৈতালী ও সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷