1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বপ্নেও ‘সেঞ্চুরি’ হাঁকান তামিম ইকবাল

১৮ মার্চ ২০১১

বিশ্বকাপের দ্বিতীয় পর্বে যেতে হলে বাংলাদেশকে আরও একটি ম্যাচ জিততে হবে৷ আর আগামীকালই ঐ ম্যাচটি হবে চোকার্স বলে খ্যাত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে৷ প্রতিপক্ষ দলটি কিন্তু মোটেই দুর্বল নয়, এক কথায় বেশ গোছানো এবং শক্তিশালী৷

https://p.dw.com/p/10bxV
ছবি: picture alliance/empics

বাংলাদেশ এবার নিয়ে চতুর্থ বিশ্বকাপ খেলছে৷ এবার তারা তিনটি ম্যাচে জয় পেয়েছে৷ নক আউট পর্বে যেতে হলে আর একটি খেলায় অবশ্যই জিততে হবে৷ অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে আয়ারল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করে ফেলেছে৷ তাই কিছুটা হলেও চাপ নিয়েই শনিবার স্বাগতিকরা মাঠে নামবে৷ ঢাকায় হবে খেলা৷

এই খেলা সম্পর্কে বাংলাদেশ দলের অন্যতম খেলোয়াড় ব্যাটিং হিরো তামিম ইকবালের বক্তব্য হচ্ছে, ‘শক্তিশালী আফ্রিকানদের নিয়ে খুব একটা মাথাব্যথা নেই৷ ভালো খেলবো, জিতবো৷ এটাই হচ্ছে আসল কথা৷' মিরপুরের ইনডোরে অনুশীলন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই আফ্রিকানদের হারিয়ে দ্বিতীয় পর্বে যেতে৷ আমরা আগামী ম্যাচে জয় পেতে অনেক পরিশ্রম করছি৷'

এ পর্যন্ত বিশ্বকাপের আসরে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি হয়নি৷ নিজে বিষয়টিকে কেমন ভাবে দেখছেন তিনি? জবাবে তামিম বলেন, ‘আমি তো সেঞ্চুরি করতেই চাই৷ আমি বিষয়টা জানি৷ এ পর্যন্ত এতো বেশি মানুষের মুখে শুনেছি যে আমি এখন স্বপ্নেও সেঞ্চুরি দেখি৷ আগামীকালের ম্যাচে সেঞ্চুরি হবে কিনা বলতে পারছি না৷ তবে এতোটুকু বলতে পারি শতরানের পার্টনারশিপ দেখা যাবে৷'

আফ্রিকানদের শক্তিশালী পেস বিভাগের ভয়ে টাইগাররা ভীত কিনা জানতে চাইলে তামিম বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচ যারাই খেলে তারা বোলিং বিভাগে কম বেশি শক্তিশালী৷ আগে আমি অনেক বার বলেছি যে আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে জয় অসম্ভব নয়৷ ওরা ওদের বোলিং ভাল করতে চাইবে, আর আমরা আমাদের ব্যাটিং৷ আমি মনে করি বিশ্বের যে কোন দলের বোলিং আক্রমণ সামাল দেবার ক্ষমতা আমাদের আছে তাই আমাদের সময় নেই অন্য দলের বিষয়ে চিন্তা করার৷'

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: অরুণশঙ্কর চৌধুরী