1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্প্যানিশ কাপ জয় করলো রেয়াল মাদ্রিদ

২১ এপ্রিল ২০১১

ক্রিশ্চিয়ানো রোনাল্দোর দেওয়া গোলে স্পেন ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছে রেয়াল মাদ্রিদ৷ ১৯৯৩ সালের পরে প্রথম স্প্যানিশ কাপ জয় করলো রেয়াল৷ বুধবারে বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদের মধ্যে ঐ খেলাটি হয়েছে স্পেনের ভ্যালেন্সিয়াতে৷

https://p.dw.com/p/111aE
ক্রিশ্চিয়ানো রোনাল্দোছবি: AP

৯০ মিনিটের খেলাটি গোল শূন্যভাবে শেষ হবার পরে অতিরিক্ত সময় ধার্য্য করা হয় ৩০ মিনিট৷ এই অতিরিক্ত সময়ের ১২ মিনিটের মাথায় ফেবারিট বার্সেলোনার বিরুদ্ধে গোলটি করেন রেয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনাল্দো৷

খেলার প্রথমার্ধে দুই দলেরই সুযোগ থাকলেও, কেউ সুযোগ কাজে লাগাতে পারেনি৷ দ্বিতীয়ার্ধে বার্সেলোনা প্রাধান্য বিস্তার করে খেললেও, শেষ পর্যন্ত গোল করতে পারেনি৷ ভাঙতে পারেনি রেয়ালের চমৎকার প্রতিরক্ষা বুহ্য৷ রেয়ালের গোল রক্ষক ইকার ক্যাসিলাস, লিওনেল মেসি এবং আন্দ্রেস ইনিয়েস্তার কয়েকটি হামলা প্রতিহত করেছেন৷

তবে ডি মারিয়াকে যখন দ্বিতীয় অফেন্সের জন্যে ফেরত পাঠানো হয়, সেই শেষ কয়েক মিনিট রেয়াল দশ জন খেলোয়াড় নিয়ে খেলেছে, কিন্তু তখন বার্সেলোনার প্রাধান্য বিস্তারের জন্যে বড্ড বেশি দেরী হয়ে গেছে৷ কেননা তখন ছিল খেলার একেবারে শেষ পর্যায়৷

খেলা শেষে রেয়াল মাদ্রিদের গোল রক্ষক ইকার ক্যাসিলাসের হাতে স্প্যানিশ কাপের ট্রফি তুলে দেন স্পেনের রাজা জুয়ান কার্লোস৷

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা

সম্পাদান:আরাফাতুল ইসলাম