1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পেন চায়, ইইউ গাজা অবরোধ তুলে নেওয়ার নতুন ডাক দিক

১৩ জুন ২০১০

স্পেনের প্রধানমন্ত্রী হোসে লুইস জাপাতেরো শনিবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতের পর অনুরূপ আভাস দিয়েছেন৷

https://p.dw.com/p/NpTk
স্পেনে একজন নারী গাজা অবরোধের বিরুদ্ধে প্রতিরোধ জানাচ্ছেনছবি: AP

আব্বাসের সঙ্গে সাক্ষাতের পর জাপাতেরো বস্তুত যা বলেন, তা হল এই যে, তাঁর পররাষ্ট্রমন্ত্রী মিগুয়েল আঞ্জেল মোরাতিনোস সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে প্রস্তাব দেবেন যে, ইইউ ‘‘গাজা স্ট্রিপের অবরোধের অন্ত ঘটানোর সপক্ষে স্পষ্ট ঘোষণা দিক''৷ জাপাতেরো গাজা এবং ইসরায়েলের অবরোধ প্রসঙ্গে একটি ‘‘জোরদার, যৌথ ইইউ অবস্থানের'' আহ্বান জানান৷ এক্ষেত্রে তিনি বিশেষ করে গাজা'র মানবিক পরিস্থিতির কথা উল্লেখ করেন৷

মোরাতিনোস গত সপ্তাহে একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন যে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা ‘‘অবরোধ প্রত্যাহার করার একটি পরিকল্পনা'' নিয়ে আলোচনা করবেন৷ উদ্দেশ্য হবে, গাজায় মানবিক সাহায্য, বাণিজ্যিক পণ্য এবং মানুষজনের প্রবেশ পুনরায় সম্ভব করা৷ এএফপি সংবাদ সংস্থার বিবরণ অনুযায়ী লাক্সেমবুর্গে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের জন্য যে খসড়া ঘোষণাটি প্রস্তুত করা হয়েছে, তা'তে গাজার উপর ইসরায়েলের অবরোধকে ‘‘অগ্রহণযোগ্য এবং হিতে বিপরীত'' বলে অভিহিত করা হয়েছে - এমনকি ইসরায়েলের নিজস্ব নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও৷

অপরদিকে পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলের ঐ নিরাপত্তার উদ্বেগকেও উপেক্ষা করছেন না৷ ইসরায়েলের মূল উদ্বেগ হল যে, বৈধ সাহায্যের সঙ্গে অস্ত্রশস্ত্র এবং অপরাপর সামরিক সাজসরঞ্জাম গাজায় ঢুকে পড়তে পারে৷ তা'ই ইইউ পররাষ্ট্রমন্ত্রীবর্গ দৃশ্যত একটি নতুন পদ্ধতির আঙ্গিকে গাজা সীমান্ত খোলার আহ্বান জানাবেন৷ সেই পদ্ধতি অনুযায়ী নিষিদ্ধ পণ্যের একটি তালিকা থাকবে এবং আমদানি ও রফতানিকৃত পণ্যের প্রাপক এবং প্রেরকদের উপর কড়া নিয়ন্ত্রণ রাখা হবে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই