1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্তন ক্যান্সার প্রতিরোধ প্রচারাভিযান নিয়ে আপত্তি

২৩ মার্চ ২০১০

পোল্যান্ডের একটি হাসপাতালের স্তন ক্যান্সার প্রতিরোধ প্রচারাভিযানকে ‘সেক্সিস্ট’ বা নারীর প্রতি ‘লিঙ্গের দিক থেকে বৈষম্যমূলক’ হিসেবে অভিযোগ তুলেছে দেশটির নারীবাদীরা৷

https://p.dw.com/p/MZuy
ছবি: picture-alliance/ dpa

নারীবাদী সংগঠনগুলো বলছে এই প্রচারাভিযানের আপত্তিকর শ্লোগানের মধ্য দিয়ে কর্মক্ষেত্রে নারীর যৌন হয়রানির বিষয়টি উৎসাহিত করা হচ্ছে৷ আপত্তিকর প্রচারাভিযানটিতে বলা হয়েছে, ‘‘আমি নিজেই আমার কর্মীদের স্তন ক্যান্সার পরীক্ষা করে দেখি''৷ সব অফিস বা কারখানা কর্তৃপক্ষকে নিজেদের উদ্যোগে কর্মীদের স্তন ক্যান্সার পরীক্ষা করানোয় উৎসাহিত করতে একটি হাসপাতালের বিশেষ কর্মসূচির প্রচারণার লক্ষ্যে এই শ্লোগান ব্যবহার করা হচ্ছে৷

দৈনিক গেজেটা ভাইবোর্সজা পত্রিকাটি সোমবার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ওপোল শহরের একটি হাসপাতাল এই শ্লোগান নিয়ে সম্প্রতি ওই স্তন ক্যান্সার প্রতিরোধ প্রচারাভিযান শুরু করে৷

পোল্যান্ডের নারীবাদী সংগঠন ‘ফেমিনোটেকা ফাউন্ডেশন' এর প্রধান জোয়ান্না পিয়োত্রোভস্কা বলেন, ‘‘এটা একটা সেক্সিস্ট শ্লোগান এবং এটা অবশ্যই মনের মধ্যে যৌন হয়রানির উদ্দীপনা জাগ্রত করে৷''

পিয়োত্রোভস্কা আরও বলেন, ‘‘এই প্রচারাভিযানে পুরুষকে ‘কর্তা' এবং নারীকে ‘কর্ম' হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং গাড়ির বনেটের ওপর স্তন ঠেস দিয়ে কামোদ্দীপক ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকা নারীর বিজ্ঞাপন চিত্র' থেকে এর খুব একটা তফাৎ নেই৷''

এই নারী অধিকার নেত্রী বলেন, ‘‘আমি ভেবে অবাক হই পুরুষরা কি একবারও ভাবেন যে, এই শ্লোগানকে যদি এভাবে বদলে দেওয়া হয় যে, ‘আমি নিজেই আমার কর্মীদের পুরুষাঙ্গ পরীক্ষা করে দেখি' তাহলেও কি এই শ্লোগানকে তাদের সমান মজার বলে মনে হবে?''

প্রতিবেদন : মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক