1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্য বব্স-এর ভোটগ্রহণ শুরু

আরাফাতুল ইসলাম২ এপ্রিল ২০১৪

সেন্সরশিপ, স্নোডেন এবং ইউক্রেন – চলতি বছর ‘দ্য বব্স’ প্রতিযোগিতায় বিশেষ গুরুত্ব পাচ্ছে এই ইস্যুগুলো৷ বাংলাসহ ১৪টি ভাষায় চূড়ান্ত প্রতিযোগিদের বাছাই করেছেন জুরিমণ্ডলী৷ এবার ভোট দিয়ে বিজয়ী নির্ধারণের দায়িত্ব আপনার৷

https://p.dw.com/p/1BZza
কেনিয়ার ইন্টারনেট অ্যাক্টিভিস্ট মার্ক কাইগভাছবি: DW

আন্তর্জাতিক ব্লগোস্ফিয়ারে গত এক বছরে নতুন অনেক কিছু ঘটেছে৷ এনএসএ-র নজরদারির খবর প্রকাশের পর তথ্য সুরক্ষার আরো নিরাপদ উপায় খুঁজে পেতে তৎপর হয়েছে প্রোগ্রামাররা৷ এর সুফল পাচ্ছেন ব্লগার এবং সাংবাদিকরা৷ সেন্সরশিপ এড়িয়ে তথ্য আদান-প্রদানের বিভিন্ন উপায় এখন ইন্টারনেটেই সহজলভ্য৷

দ্য বব্স প্রতিযোগিতায় ভোট দিতে ভিজিট করুন: www.thebobs.com/bengali

বিশ্বব্যাপী ব্লগার, ইন্টারনেট অ্যাক্টিভিস্টদের গুরুত্ব ক্রমশ বাড়ছে৷ তুরস্কে গত গ্রীষ্ম থেকে চলমান প্রতিবাদ কর্মসূচিতে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকা রয়েছে৷ আর সর্বশেষ ইউক্রেন ইস্যুতে ব্লগারদের সক্রিয় অংশগ্রহণ দেখছে গোটা বিশ্ব৷ বাংলাদেশে গত এক বছর ধরে আলোচনায় রয়েছে গণজাগরণ মঞ্চ৷ যুদ্ধাপরাধের বিচার দাবির পাশাপাশি ভবনধসে আহতদের সহায়তা এবং সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর মতো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছে মঞ্চ৷ গত বছর কারাভোগ করা ব্লগাররাও বিভিন্ন ইস্যুতে আলোচনায় রয়েছেন৷ চলতি বছরের দ্য বব্স প্রতিযোগিতায় তাঁদের মনোনয়ন করেছেন অনেকে৷

তিন হাজারের বেশি প্রস্তাব

ডয়চে ভেলের সেরা অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড দ্য বব্স-এর দশম আয়োজনে তিন হাজারের বেশি প্রস্তাব জমা পড়েছে৷ ১৫ সদস্যের আন্তর্জাতিক জুরিমণ্ডলী এসব প্রস্তাব পরীক্ষা করে এবং নিজেদের পছন্দের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থীদের মনোনয়ন করেছেন৷ এবার ইন্টারনেট ব্যবহারকারীদের দায়িত্ব হচ্ছে ১৪টি ভাষায় বিশটি বিভাগে চূড়ান্ত বিজয়ী নির্ধারণে সহায়তা করা৷ এর মধ্যে ছয়টি আন্তর্জাতিক ক্যাটাগরিতে লড়াই হচ্ছে বিভিন্ন ভাষার প্রতিযোগিদের মধ্যে৷ এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

এখানে বলা প্রয়োজন, আন্তর্জাতিক ছয়টি ক্যাটাগরিতে ‘জুরি অ্যাওয়ার্ড' বিজয়ীরা জুন মাসে জার্মানির বন শহরে অনুষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফোরামে অংশগ্রহণের সুযোগ পাবেন৷ এ সব ক্যাটেগরি হচ্ছে সেরা ব্লগ, সেরা উদ্ভাবন, সেরা সোশ্যাল অ্যাক্টিভিজম, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, গ্লোবাল মিডিয়া ফোরাম ও সবচেয়ে সৃজনশীল এবং মৌলিক৷

রোষানলে জুরিমণ্ডলীর সদস্যরা

‘দ্য বব্স'-এর জুরিমণ্ডলীর সদস্যরাও নানা রকম প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করছেন৷ ক্যানাডায় অবস্থানরত ব্লগার আরাশ আবাদপুর ইরানের ব্লগোস্ফিয়ারের নিয়ে নিয়মিত লেখালেখি করছেন৷ এ সব লেখালেখির কারণে ইরান সরকারের রোষানলের শিকার তিনি৷ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলম বাংলাদেশে মানবাধিকার বিষয়ক একটি নেটওয়ার্ক পরিচালনা করছেন, যা বেশ কষ্টসাধ্য কাজ৷ জুরিমণ্ডলীতে থাকা চীনের অধ্যাপক হু ইয়ং এ বছর বার্লিনে জুরি সম্মেলনে আসতে পারবেন না৷ কারণ চীনা কর্তৃপক্ষ তাঁকে এ ব্যাপারে হুশিয়ারি দিয়েছে৷

উল্লেখ্য, দ্য বব্স প্রতিযোগিতার অনলাইন ভোটাভুটি চলবে আগামী ৭ মে পর্যন্ত৷ অনলাইন ভোটাভুটির মাধ্যমে ‘‘পিপল'স চয়েস’’ বিজয়ীদের নির্ধারণ করা হবে৷ পাশাপাশি বার্লিনে অনুষ্ঠিত জুরিমণ্ডলীর বৈঠকে ‘জুরি' অ্যাওয়ার্ড বিজয়ীদের নির্বাচন করা হবে৷ দ্য বব্স ডটকম ঠিকানায় ৭ই মে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য