1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ভারত, পাকিস্তান

২১ মার্চ ২০১১

ফাইনালের আগেই বিশ্বকাপ ক্রিকেটে মুখোমুখি হতে পারে উপমহাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তান৷ কোয়ার্টার ফাইনালে নিজেদের খেলা জিতলেই সেমিফাইনালে একে অপরকে মোকাবিলা করবে তারা৷

https://p.dw.com/p/10dDt

ভারতের আহমেদাবাদে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে কোয়ার্টার ফাইনাল৷ আর পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের মোকাবিলা করবে বুধবার ঢাকায়৷ এই দুই খেলায় জেতার মধ্যে দিয়ে যে দুই দল উঠে আসবে তারাই মোহালিতে সেমিফাইনাল খেলবে ৩০ মার্চ৷

এছাড়া শনিবার কলোম্বোতে শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের মধ্যে খেলা অনুষ্ঠিত হবার আগে শুক্রবার ঢাকায় খেলা হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে৷ ১৭ ফেব্রুয়ারি ঢাকায় বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন হয়৷

রবিবার চেন্নাইতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮০ রানে জয়লাভের মধ্যে দিয়ে মহেন্দ্র সিং ধোনির দল রিকি পন্টিং-এর দলের সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে৷ গত পাঁচ বছরে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে অনুষ্ঠিত ১৫টি ম্যাচের ৯টিতেই হেরেছে ভারত৷

কোয়ার্টার ফাইনাল সম্পর্কে ধোনি বলেন, ‘‘অস্ট্রেলিয়া অত্যন্ত শক্তিশালী দল এবং ফিল্ডিং-এ তাদের প্রকাশভঙ্গি অত্যন্ত অভিব্যাক্তিপূর্ণ৷'' তিনি বলেন, ‘‘কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমরা কী রকম প্রস্তুতি নিচ্ছি৷ প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এবংআমরা ফলাফলের কথা চিন্তা না করে শুধু সেই দিনটি এবং ম্যাচটি নিয়েই ভাবছি ৷

পাকিস্তান দশ পয়েন্ট পেয়ে গ্রুপের শীর্ষস্থানটি দখল করেছে৷

এদিকে শুক্রবার ঢাকায় অনুষ্ঠিতব্য খেলার আগে নিউজিল্যান্ড দলের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি খেলার জন্যে ফিট হয়ে যেতে পারবেন বলেই নিউজিল্যান্ড আশা করছে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: জাহিদুল হক