1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেনা আবাসন প্রকল্পে পরিবর্তনের সম্ভাবনা

২৬ অক্টোবর ২০১০

থমথমে রূপগঞ্জ, ইভটিজিং বিরোধী শিক্ষকের দাফন, আয়কর আদায়ে নতুন রেকর্ড, জামায়াত কার্যালয়ে পুলিশের অভিযান এবং রাজধানী থেকে হকার উচ্ছেদের উদ্যোগ স্থগিত হওয়ার খবরগুলোই আজকের পত্র-পত্রিকায় বিশেষভাবে জায়গা করে নিয়েছে৷

https://p.dw.com/p/Pnvd
রূপগঞ্জ, ইভটিজিং, আয়কর, জামায়াত, রাজধানী, Bangladesh, Dhaka, Eveteasing
ফাইল ছবিছবি: AP

সেনা আবাসন প্রকল্পের আকার ছোট করা হতে পারে৷ ২৭ হাজার প্লটের বদলে এখন প্রকল্পের প্লটের সংখ্যা আট হাজারে নামিয়ে আনার চিন্তাভাবনা করা হচ্ছে৷ দৈনিক প্রথম আলো, আমার দেশ, ডেইলি স্টার, নিউ এইজ, যুগান্তর, জনকণ্ঠসহ প্রায় সব পত্রিকার শিরোনাম হয়েছে রূপগঞ্জের সর্বশেষ পরিস্থিতি৷ তবে প্রথম আলোর বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ও রূপগঞ্জ সদর ইউনিয়নের ২৪ মৌজায় প্রক্রিয়াধীন এই প্রকল্পের নামও পরিবর্তন করে মিলিটারি হাউজিং স্কিম রাখা হতে পারে৷ জমি কেনা নিয়ে সংঘর্ষের ঘটনার পর প্রকল্পটিকে আরও বাস্তবসম্মত করার চেষ্টা চলছে৷ তবে প্লটের সংখ্যা ও আকার ছোট করা হলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বাদ পড়তে পারেন বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্ট সূত্র৷

বাংলাদেশি পণ্যের উপর নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে ভারত

বাংলাদেশের যে সমস্ত পণ্য ভারতে আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল তা এবার প্রত্যাহার হতে চলেছে৷ দৈনিক ইত্তেফাক এবং যায়যায়দিনসহ বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশ করা হয়েছে খবরটি৷ এতে বলা হয়েছে, নতুন বছরের শুরুতে অথবা চলতি বছরের শেষে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ঢাকা সফরে যেতে পারেন৷ স্থির হয়েছে তখনই তিনি বাংলাদেশের মানুষের জন্য এই 'সুখবর' ঘোষণা করবেন৷ বাংলাদেশ থেকে ৪৮০টি পণ্যের ভারতে আমদানি করা নিষিদ্ধ৷ বাংলাদেশ দীর্ঘদিন ধরে এর মধ্যে ৬১টি পণ্যের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়ে আসছে৷ বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ফারুক খানের দিল্লী সফরের পর এ বিষয়ে বরফ গলতে শুরু করেছে বলে দিল্লীর সাউথ ব্লক সূত্রে জানা গেছে৷

রাজধানী থেকে হকার উচ্ছেদ কার্যক্রম ঈদ পর্যন্ত স্থগিত

যানজট নিরসনে রাজধানী থেকে হকার উচ্ছেদ কার্যক্রমের উদ্যোগ স্থগিত করা হলো৷ হকার নেতাদের অনুরোধের প্রেক্ষিতে কোরবানি ঈদের পর হকার উচ্ছেদের সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ সোমবার যোগাযোগ মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়৷ তবে হকার উচ্ছেদ ছাড়া যানজট নিরসন সংক্রান্ত অপর সিদ্ধান্তগুলো পহেলা নভেম্বর থেকেই বাস্তবায়ন করা হবে৷ দৈনিক জনকণ্ঠ, ইত্তেফাক, কালের কণ্ঠসহ অধিকাংশ পত্রিকায় স্থান করে নিয়েছে খবরটি৷ খবরে আরো বলা হয়েছে, সোমবারের বৈঠকে হকার নেতৃবৃন্দও যোগ দেন৷ তারা অনুরোধ জানান, ঈদের পর হকার উচ্ছেদের সিদ্ধান্ত বাস্তবায়ন করার৷ উল্লেখ্য, চারদিন আগে যোগাযোগমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন ১ নভেম্বর থেকে রাজধানীর যানজট কমাতে হকার উচ্ছেদ করা হবে৷

গ্রন্থনা: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম