1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেনাবাহিনী দেশের অখণ্ডতার প্রতীক - শেখ হাসিনা

২২ ডিসেম্বর ২০১০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীকে শেষ রক্তিবন্দু দিয়ে স্বাধীনতা রক্ষার আহ্বান জানালেন৷ জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ যে সম্মানজনক অবস্থান তৈরি করেছে সেই অবস্থানকে আরো এগিয়ে নেয়ারও ডাক দেন তিনি৷

https://p.dw.com/p/zoMm
Sheikh Hasina
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: AP

চট্টগ্রামের ভাটিয়ারির মিলিটারী অ্যাকাডেমীতে ৬৩তম বিএমএ লংকোর্সের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে বুধবার প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, তরুণ সেনা কর্মকর্তাদের সেনাবাহিনীকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার দক্ষতা অর্জন করতে হবে৷

শেখ হাসিনা বলেন, সেনাবাহিনী বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে৷ জাতিসংঘ শান্তি মিশনসহ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের মর্যাদা আজ সুপ্রতিষ্ঠিত৷ এই অবস্থানকে আরো সুদৃঢ় করার শপথ নিতে হবে তরুণ সেনা কর্মকর্তাদের৷

প্রধানমন্ত্রী বলেন, দক্ষ, চৌকশ এবং দেশপ্রেমিক সেনাবাহিনী গড়ে তুলতে মিলিটারি একাডেমীর পাঠ্যসূচি আরো আধুনিক এবং যুগোপযোগী করা হবে৷ পাঠ্যসূচিতে সংযুক্ত করা হবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, অভ্যুদয় এবং ইতিহাস৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক