1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুনামি ঝুঁকির বাইরে নয় বাংলাদেশ

১২ মার্চ ২০১১

বাংলাদেশও সুনামির আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা৷ তাদের মতে, বাংলাদেশ-মিয়ানমার সমুদ্র সীমায় অতীতে সুনামির ঘটনা ঘটেছে৷ আর ওই সমুদ্রগর্ভে আবারো ভূমিকম্প হলে বাংলাদেশের উপকুলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হবে৷

https://p.dw.com/p/10XtL
জাপানে আসা সুনামির ধ্বংসলীলাছবি: dapd

বাংলাদেশে-মিয়ানমার সমুদ্র সীমায় সাগরের তলদেশে ভূমিকম্প হয়েছিল ১৭৬২ সালে৷ তাতে এই জনপদে সুনামি আঘাত হেনেছিল৷ সেই ফাটল এখনো সক্রিয় এবং ভূতাত্ত্বিক গঠনের কারণে ভূমিকম্পের আশঙ্কা বাড়ছে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং সুনামি বিশেষজ্ঞ ড. এ এস এম মাকসুদ কামাল ডয়চে ভেলেকে জানান, সুনামি হলে বাংলাদেশে সব দ্বীপ ডুবে যাবে৷ ভোলা, সুন্দরবন, পটুয়াখালী, কক্সবাজার, টেকনাফসহ উপকুলীয় এলাকায় ব্যাপক জলোচ্ছ্বাস হবে৷

ড. মাকসুদ কামাল বলেন, বাংলাদেশের উপকুলীয় এলাকার বাঁধ কোনভাবেই সুনামির প্রভাবে পানির তীব্র স্রোত মোকাবিলায় সক্ষম নয়৷ ফলে বাঁধ ভেঙ্গে যাবে৷ আর বাঁধের উচ্চতাও কম৷ যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে৷

তিনি বলেন, সুনামির আগাম পূর্বাভাষ সম্ভব নয়৷ কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা নেয়া থাকলে ক্ষয়-ক্ষতি কমানো সম্ভব৷ তাই বাধ ও আশ্রয়কেন্দ্র তৈরি করতে হবো সুনামির আশঙ্কাকে মাথায় রেখে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন