1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সীমান্ত খুলে দিতে ইসরায়েলের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান

২১ মার্চ ২০১০

মধ্যপ্রাচ্য সফররত জাতিসংঘের মহাসচিব বান কি-মুন রবিবার ইসরায়েলের সঙ্গে গাজার সীমান্ত খুলে দিতে ইসারেয়েলের প্রতি আহ্বান জানিয়েছেন৷

https://p.dw.com/p/MYgt
জাতিসংঘের মহাসচিব বান কি-মুনছবি: AP

এদিকে গাজায় বসতি সম্প্রসারনের সিদ্ধান্ত ইসরায়েল বাতিল করবেনা বলে যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু৷ রবিবার মন্ত্রিপরিষদের বৈঠকে নেতানিয়াহু এ কথা বলেন৷

বান কি-মুন বলেছেন, গাজার বাসিন্দারা অবর্ণনীয় কষ্ট ভোগ করছে৷ সীমান্ত বন্ধ থাকার কারণে ১৪ মাস আগে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার পুনর্নিমাণ কাজ শুরু করা যাচ্ছে না বলে তিনি জানান৷ বিশেষ করে নারী ও শিশুদের দুর্ভোগের কথা তিনি উল্লেখ করেছেন৷ তবে গাজার জনগণের উদ্দেশে তিনি বলেছেন যে জাতিসংঘ তাদের পাশে রয়েছে৷

Benjamin Netanjahu 2009
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুছবি: AP

এদিকে মন্ত্রিপরিষদের বৈঠকে নেতানিয়াহু বলেছেন, গত ৪২ বছর ধরে ইসরায়েলের সব সরকারই জেরুসালেমে বসতি নির্মাণের বিষয়ে এক ও অভিন্ন নীতি অনুসরন করে এসেছে৷ এই সরকারও তাই করবে৷ ফলে বসতি নির্মাণ ইস্যুটি নিয়ে যেন কারও মনে কোনো ধরণের সন্দেহ না থাকে তা পরিস্কার করতেই নিজের উদ্যোগে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনিটকে চিঠি লিখেছেন বলে জানান নেতানিয়াহু৷

বেশ কয়েকদিন ধরেই বসতি সম্প্রসারনের সিদ্ধান্ত বাতিলের জন্য ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছিল৷ কারণ, এর ফলে ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা শুরু করা যাচ্ছিল না৷ তাই বিশ্বের প্রায় সব বড় বড় ক্ষমতাধর রাষ্ট্র ও সংগঠনগুলো সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে ইসরায়েলের প্রতি অনুরোধ জানায়৷ এদিকে জাতিসংঘের মহাসচিবের কিছুক্ষণের মধ্যেই নেতানিয়াহুর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার কথা রয়েছে৷

এখন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের দিকে সবাইকে তাকিয়ে থাকতে হবে৷ কারণ এই সফরে তাঁর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে৷ এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ফেরার পথে বুধবার ব্রাসেলসে তাঁর ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়